ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

রাজশাহীতে শাহরিয়ারকে অবাঞ্ছিত ঘোষণা লিটনপন্থিদের, পাল্টা চ্যালেঞ্জ

রাজশাহীতে শাহরিয়ারকে অবাঞ্ছিত ঘোষণা লিটনপন্থিদের, পাল্টা চ্যালেঞ্জ

এএইচএম খায়রুজ্জামান লিটন ও শাহরিয়ার আলম

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ২৮ জুন ২০২৪ | ২১:২৯

বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল হত্যার ঘটনায় রাজশাহীতে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপিকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের অনুসারীরা। শুক্রবার বিকেলে রাজশাহীর সাহেববাজার জিরো পয়েন্টে এক পথসভায় এ ঘোষণা দেওয়া হয়। এ সময় শাহরিয়ারের কুশপুত্তলিকা দাহ করা হয়।

তবে শাহরিয়ার আলম পাল্টা চ্যালেঞ্জ ছুড়েছেন, ‘শনিবারই রাজশাহীতে যাব, কীভাবে ঠেকায় দেখব।’

লিটনের পক্ষে বিক্ষোভ মিছিল ও পথসভা করে আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন। রাজশাহী মহানগর যুবলীগের সভাপতি মনিরুজ্জামান খান মনিরের সভাপতিত্বে ও মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডা. সিরাজুম মুবিন সবুজের সঞ্চালনায় পথসভায় বক্তৃতা করেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, সাংগঠনিক সম্পাদক আসলাম সরকার, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি, জেলা যুবলীগের সভাপতি মাহমুদ হাসান ফয়সল সজল, সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত সৈকত, মহানগর শ্রমিক লীগের সভাপতি মাহবুবুল আলম প্রমুখ।

নেতারা মেয়র লিটনের বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্র করা থেকে শাহরিয়ার আলমকে বিরত থাকার আহ্বান জানান। একই সঙ্গে বাবুল হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

জানতে চাইলে শাহরিয়ার আলম বলেন, ‘গত ১৫ বছর প্রতিমন্ত্রী থাকলেও আমাকে রাজশাহীতে কোনো কাজ করতে দেওয়া হয়নি। মেয়র পদের অপব্যবহার করে তিনি সব কাজে বাধা দিতেন। আমি কালকেই (শনিবার) রাজশাহীতে যাব, দেখি তিনি কী করেন? আমরা তাঁকে সম্মান দিয়েছি। কিন্তু তিনি রাখতে পারেননি।’
 

আরও পড়ুন

×