রাসেলস ভাইপার ভেবে অজগর পিটিয়ে হত্যা

রাসেলস ভাইপার ভেবে একটি অজগর সাপের বাচ্চাকে পিটিয়ে মেরেছে এলাকাবাসী। ছবি: সমকাল
নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশ: ০১ জুলাই ২০২৪ | ০৫:১১
নালিতাবাড়ীতে বিষধর সাপ রাসেলস ভাইপার ভেবে একটি অজগর সাপের বাচ্চাকে পিটিয়ে মেরেছে এলাকাবাসী। শনিবার মধ্যরাতে রামচন্দ্রকুড়া ইউনিয়নের কালাকুমা গ্রামে এই ঘটনা ঘটে। রোববার বিষয়টি নিশ্চিত করেন শেরপুর বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা সুমন সরকার।
জানা গেছে, শনিবার রাত ১২টার দিকে কালাকুমা গ্রামের একটি রাস্তার পাশে ঝোপের মধ্য থেকে একটি সাপের বাচ্চা বেরিয়ে আসতে দেখেন স্থানীয়রা। বিষধর রাসেলস ভাইপার ভেবে বাচ্চা সাপটিকে পিটিয়ে মেরে ফেলেন তারা। এ ঘটনা জানাজানি হলে মুহূর্তেই স্থানীয়দের মধ্যে রাসেলস ভাইপার আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে মৃত সাপটি অজগর বলে শনাক্ত হলে স্থানীয়দের আতঙ্ক কেটে যায়।
প্রত্যক্ষদর্শী কয়েকজন যুবক জানান, শনিবার রাতে কয়েকজন যুবক গ্রামের একটি দোকানে আড্ডা দিয়ে বাড়ি ফিরছিল। এ সময় তারা দেখতে পান একটি সাপ ঝোপ থেকে বেরিয়ে রাস্তা পার হচ্ছে। পরে তাদের ডাক-চিৎকারে এলাকাবাসী ওই সাপকে বিষাক্ত রাসেলস ভাইপার ভেবে লাঠি দিয়ে পিটিয়ে মারে। পরে বুঝতে পারে, মেরে ফেলা সাপটি ছিল অজগরের বাচ্চা।
শেরপুরের পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েজের সভাপতি রফিক মজিদ বলেন, পিটিয়ে হত্যা করা সাপটি অজগরের বাচ্চা। এ জাতের সাপ নির্বিষ। আতঙ্কিত হয়ে এভাবে সাপ মারলে প্রকৃতি থেকে সাপ বিলুপ্ত হয়ে যাবে। এতে বাস্তুতন্ত্র ভেঙে যাবে। তখন জটিল সমস্যার সম্মুখীন হতে হবে।
শেরপুর বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা সুমন সরকার জানান, রাসেলস ভাইপার নিয়ে আতঙ্কিত না হয়ে সচেতন হতে হবে। কাউকে সাপে কাটলে যত দ্রুত সম্ভব স্থানীয় সরকারি হাসপাতালে নিতে হবে। তিনি বলেন, ‘সাপ খাদ্যশৃঙ্খলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই এদের রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে এবং কোথাও কোনো বন্যপ্রাণী ধরা পড়লে স্থানীয় বন বিভাগে জানাতে হবে।’
- বিষয় :
- শেরপুর
- সাপ
- রাসেলস ভাইপার
- অজগর