ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

বগুড়ায় ট্রাকের ধাক্কায় ২ জন নিহত

বগুড়ায় ট্রাকের ধাক্কায় ২ জন নিহত

ফাইল ছবি

বগুড়া ব্যুরো

প্রকাশ: ০১ জুলাই ২০২৪ | ০৯:২৯ | আপডেট: ০১ জুলাই ২০২৪ | ১১:২৪

বগুড়া নন্দীগ্রামে ট্রাকের ধাক্কায় শিশুসহ দুইজন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও দুইজন। রোববার (৩০ জুন) রাত ১১টার দিকে উপজেলার রণবাঘা এলাকার বগুড়া- নাটোর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলো- কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার আবদুল গফুরের ছেলে শহিদুল ইসলাম এবং কুষ্টিয়া ভেড়ামারার বেলাল হোসেনের ছেলে বায়েজিদ (৩)। শহিদুল ইসলাম আরএফএল গ্রুপের বিক্রয় প্রতিনিধি ছিলেন। এ ঘটনায় নিহত বায়েজিদের বাবা বেলাল হোসেন ও তার মা সাথী খাতুন গুরুতর আহত হয়। তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়া হয়েছে।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতদের মরদেহ মর্গে নেয়া হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 

আরও পড়ুন

×