ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ফাইল ছবি

ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা

প্রকাশ: ০২ জুলাই ২০২৪ | ১৩:৫৫ | আপডেট: ০২ জুলাই ২০২৪ | ১৫:১৮

 ফরিদপুরের ভাঙ্গায় ৪৬৮ বোতল ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব। সোমবার (১লা জুলাই) রাতে বঙ্গবন্ধু মহাসড়কের ভাঙ্গা টোল প্লাজা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলো–চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার রামনগর গ্রামের নাঈম রশিদ, শান্তিনগর গ্রামের রহেল মিয়া ও জীবনগর থানার গোয়ালপাড়া গ্রামের রাজন মিয়া।

র‍্যাব জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে ফরিদপুরসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। ভাঙ্গা মহাসড়কের টোল প্লাজায় তাদের অবস্থান জানতে পেরে র্যা ব অভিযান চালিয়ে ৪৬৮ বোতল ফেনসিডিল উদ্ধার করে। যার বাজার মুল্য আনুমানিক ১৪ লাখ ৪ হাজার টাকা। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কার ও ২টি মোবাইল ফোন জব্দ করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে ভাঙ্গা থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন আল রশিদ জানান,  গ্রেপ্তার ব্যক্তিদের ফরিদপুর আদালতে পাঠানো হবে। 

আরও পড়ুন

×