ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

নদীতে ২ শিশুর লাশ ভাসানো 

সৎকারে বাধায় জড়িতদের বিরুদ্ধে মামলা করবে পরিবার 

সৎকারে বাধায় জড়িতদের বিরুদ্ধে মামলা করবে পরিবার 

ছবি-সংগৃহীত

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৩ জুলাই ২০২৪ | ০০:১৩

হবিগঞ্জের আজমিরীগঞ্জে পুকুরে ডুবে মারা যাওয়া দুই শিশুর লাশ সৎকারে বাধাদানকারীদের বিরুদ্ধে মামলা করবে ভুক্তভোগী পরিবার। আজমিরীগঞ্জ থানার ওসি ডালিম আহমেদ জানিয়েছেন, মারা যাওয়া দুই শিশু প্রলয় দাস ও সূর্য দাসের শ্রাদ্ধ অনুষ্ঠান শেষে তাদের অভিভাবকরা মামলা করবেন বলে জানিয়েছেন। 

গত শনিবার আজমিরীগঞ্জের বদলপুর ইউনিয়নের পাহাড়পুরে পুকুরে গোসল করতে গিয়ে ওই গ্রামের গোবিন্দ্র দাসের ছেলে প্রলয় (৭) ও রুবেল দাসের ছেলে সূর্য (৬) ডুবে মারা যায়। পরে তাদেরকে পাহাড়পুর মহাশ্মশানে সমাধিস্থ করেন অভিভাবকরা। কিন্তু এতে গ্রাম পঞ্চায়েত কমিটির বাধার মুখে পড়েন তারা। এক পর্যায়ে গ্রাম পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক দিপেষ দাস ও কোষাধ্যক্ষ অসিত দাস সমাধি থেকে দুই শিশুর লাশ তুলতে বাধ্য করেন। পরে শিশুদের লাশ তুলে বস্তায় ভরে কুশিয়ারা নদীতে ভাসিয়ে দেওয়া হয়। দিপেষ দাস স্থানীয় ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও অসিত সরকার স্থানীয় ওয়ার্ড যুবলীগ সভাপতি। 

গত শনিবার সূর্য ও প্রলয়ের ভাসিয়ে দেওয়া লাশ উদ্ধারে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। উপজেলা প্রশাসন বলছে, শুরুতে ডুবুরি দলের মাধ্যমে লাশ খোঁজার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু নদীতে প্রচুর স্রোত থাকায় এ সিদ্ধান্ত বাতিল করা হয়েছে। 

আজমিরীগঞ্জ ইউএনও জুয়েল ভৌমিক বলেন, ঘটনাটি খুবই অমানবিক। দুই শিশুর পরিবারকে উপজেলা প্রশাসন থেকে আর্থিক সহযোগিতা করা হয়েছে। তারা অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

আরও পড়ুন

×