ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

মুখে ওড়না ঢুকিয়ে ৬ মাসের শিশুকে ‘হত্যার’ পর খালে ফেলল মা

কান্না করায় শিশুর মুখে ওড়না ঢোকাল মা, খালে ফেলে দিতে বলল বাবা

প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশ: ০৩ জুলাই ২০২৪ | ০৬:৪৬ | আপডেট: ০৩ জুলাই ২০২৪ | ১০:০৯

ব্রাহ্মণবাড়িয়ায় কান্না করায় ৬ মাস বয়সী এক কন্যাশিশুকে শ্বাসরোধে হত্যার পর খালে ফেলে দেওয়ার অভিযোগ ওঠেছে এক মায়ের বিরুদ্ধে। সোমবার রাতে স্থানীয় একটি খাল থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ। সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের বড়িশ্বল গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ নিহত শিশু নুসরাত জাহান তিথির মা স্বপ্না বেগম ও বাবা জিল্লুর রহমানকে গ্রেপ্তার করেছে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, জিল্লুর রহমান ও স্বপ্না বেগম রোববার রাতে শিশু নুসরাতকে নিয়ে ঘুমিয়ে পড়েন। সোমবার সকালে স্বপ্না মেয়ে নুসরাত নিখোঁজ হয়েছে বলে চিৎকার শুরু করেন। এ ঘটনায় সদর থানায় জিডি করলে পুলিশ তদন্ত শুরু করে। একপর্যায়ে বাড়ির পাশের একটি খালে শিশুটির মরদেহ ভাসতে দেখা যায়। এসময় পুলিশের সন্দেহ হলে শিশুটির মাকে জিজ্ঞাসাবাদ করা হয়। তখন হত্যাকাণ্ডের বিষয়টি স্বীকার করেন স্বপ্না। 

স্বপ্না বেগম বলেন, ‘রাতে চিৎকার ও কান্না করায় রাগে শিশুটির মুখে ওড়না ঢুকিয়ে দেই। এতে সে মারা যায়। পরে স্বামী মেয়ের মরদেহটি খালে ফেলে আসতে বলেন।’ 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসলাম হোসেন বলেন, জেলা সদর হাসপাতালে মরদেহের ময়নাতদন্ত হয়েছে। এ ঘটনায় নিহত শিশুর চাচা মুজিবুর রহমান (৬৫) বাদী হয়ে মা-বাবার বিরুদ্ধে মঙ্গলবার হত্যা মামলা করেছেন। গ্রেপ্তার মা-বাবাকে আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

×