ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

কর্দমাক্ত সড়কে ধানের চারা রোপণ করে প্রতিবাদ

কর্দমাক্ত সড়কে ধানের চারা রোপণ করে প্রতিবাদ

রহিমপুর ইউনিয়নে কাঁচা সড়কে ধানের চারা রোপণ

সমকাল ডেস্ক

প্রকাশ: ০৩ জুলাই ২০২৪ | ১৫:৪৪ | আপডেট: ০৩ জুলাই ২০২৪ | ১৫:৪৭

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রামচন্দ্রপুর গ্রামের একটি কাঁচা রাস্তায় ধানের চারা রোপণ করে প্রতিবাদ জানিয়েছেন কয়েকজন যুবক। রাস্তার উন্নয়নের জন্য স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেই মঙ্গলবার (২ জুলাই) ব্যতিক্রমী এই কর্মসূচির আয়োজন করেন তারা। 

রহিমপুর ইউনিয়নের ৭ ওয়ার্ডের রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে দক্ষিণ দিকের এক কিলোমিটার রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কার করা হয় না। জন গুরুত্বপূর্ণ রাস্তাটি দিয়ে বিদ্যালয়ের শিক্ষার্থীসহ অসংখ্য মানুষের চলাচল। কিন্তু; কাঁচা এ রাস্তা দিয়ে বর্ষার শুরু থেকে শেষ পর্যন্ত চলাচল দুরূহ হয়ে পড়ে। কর্দমাক্ত পথ পাড়ি দিতে পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হয়। রাস্তাটি সংস্কারের জন্য বার বার সংশ্লিষ্ট দপ্তরে দাবি জানিয়ে এলেও উদ্যোগ নেওয়া হচ্ছে না। ফলে দিন দিন এর অবস্থা খারাপ হচ্ছে। 
এ বিষয়ে কথা বলতে রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুলের মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হয়; কিন্তু সাড়া মেলেনি। 

উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ বুলবুল বলেন, ‘রাস্তাটির বিষয়টি জেনেছি। দ্রুত এটি সংস্কারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
 

আরও পড়ুন

×