ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

সেই কলেজছাত্র স্ত্রীসহ খুলনা থেকে উদ্ধার

সেই কলেজছাত্র স্ত্রীসহ খুলনা থেকে উদ্ধার

ফাইল ছবি

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি

প্রকাশ: ০৩ জুলাই ২০২৪ | ১৭:২৯ | আপডেট: ০৩ জুলাই ২০২৪ | ২০:১৯

কুষ্টিয়ার কুমারখালীতে ব্যাংকে টাকা জমা দিতে গিয়ে নিখোঁজ কলেজছাত্র নাজমুস সাকিবকে (১৭) খুঁজে পেয়েছে পুলিশ। মঙ্গলবার রাতে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বুধবার পুলিশ ও স্বজন সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

পুলিশ জানিয়েছে, প্রেমের বিয়ে পরিবারে মেনে না নেওয়ায় স্ত্রীকে নিয়ে খুলনায় আত্মগোপনে ছিল সাকিব। তবে বিয়ের তথ্য অস্বীকার করেন সাকিবের বাবা ব্যবসায়ী আব্দুর রাজ্জাক।

উপজেলার নন্দলালপুর ইউনিয়নের বাঁশআড়া গ্রামে সাকিবের বাড়ি। চলতি শিক্ষাবর্ষে কুষ্টিয়া সেন্ট্রাল কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি হয়েছে সে। পুলিশ ও স্বজন সূত্রে জানা গেছে, একই এলাকার এক তরুণীর (১৭) সঙ্গে সম্পর্ক রয়েছে সাকিবের। সেই সূত্র ধরে ধরে মাস দুয়েক আগে তারা বিয়ে করে। কিন্তু সাকিবের পরিবার বিষয়টি মেনে নেয়নি। বাবা রাজ্জাক স্ত্রীকে তালাক দিতে সাকিবকে চাপ দিচ্ছিলেন।

এরই মধ্যে সংবাদ সম্মেলন করে ২৯ জুন রাজ্জাক বলেছিলেন, সাকিব ২৭ জুন দুপুরে জনতা ব্যাংক কুমারখালী শাখায় পাঁচ লাখ টাকা জমা দিতে গিয়ে বাড়ি ফেরেনি। এ ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ দেন।

মেয়েটির বাবার ভাষ্য, দুই মাস আগে সাকিব আদালতের মাধ্যমে তাঁর মেয়েকে বিয়ে করে। জানাজানি হলে সাকিবের পরিবার তালাক দিতে মেয়েকে চাপ দেওয়া হলেও সে রাজি হয়নি। ২৭ জুন তাঁর মেয়ে কুষ্টিয়ায় বোনের কাছে যাওয়ার নাম করে বেরিয়ে নিখোঁজ হয়।

তবে বিয়ের বিষয়টি অস্বীকার করেন সাকিবের বাবা আব্দুর রাজ্জাক। তিনি বলেন, ওই দু’জনকেই উদ্ধার করেছে পুলিশ। তারা নিজ নিজ বাড়িতে আছে। টাকাসহ ছেলেকে ফিরে পেয়ে খুব খুশি। তাঁর ভাষ্য, ছেলে খুব অসুস্থ। তাই কথা বলতে পারবে না।

কুমারখালী থানার উপপরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম বলেন, পারিবারিকভাবে বিয়ে মেনে না নেওয়ায় সাকিব তার স্ত্রীকে নিয়ে খুলনায় আত্মগোপনে ছিল। তাদের উদ্ধার করে মঙ্গলবার রাতে নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

 

আরও পড়ুন

×