ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির সমাবেশ

খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির সমাবেশ

রাজবাড়ী জেলা বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশ

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ: ০৩ জুলাই ২০২৪ | ১৮:৪৭

রাজবাড়ীতে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সমাবেশ হয়েছে। বুধবার (৩জুলাই) বিকেলে জেলা বিএনপি কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন চেয়ারপার্সনের উপদেষ্টা ড. সুকোমল বড়ুয়া।

জেলা বিএনপির আহ্বায়ক লিয়াকত আলীর সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন, কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, জেলা বিএনপির সদস্য সচিব কামরুল আলম, পৌর বিএনপির সভাপতি তোফাজ্জেল হোসেন, সাধারণ সম্পাদক এমএ খালেদ পাভেল, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব বজলুর রহমান, জেলা কৃষক দলের সদস্য সচিব একেএম সিরাজুল আলম চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম পিন্টু।

বক্তারা বলেন, খালেদা জিয়া গুরুতর অসুস্থ, যেকোনো সময় তাঁর জীবনহানি হতে পারে। কিন্তু আদালতের দোহাই দিয়ে তাঁকে উন্নত চিকিৎসার সুযোগ দেওয়া হচ্ছে না। তাঁর সঙ্গে অন্যায় আচরণ করা হচ্ছে। গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে খালেদার মুক্তি দরকার। অবিলম্বে তার নিঃশর্ত মুক্তি দিতে হবে।

 

আরও পড়ুন

×