ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

বাঘাইছড়িতে বন্যায় তলিয়ে যাওয়া দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার

বাঘাইছড়িতে বন্যায় তলিয়ে যাওয়া দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার

ফাইল ছবি

রাঙামাটি অফিস

প্রকাশ: ০৪ জুলাই ২০২৪ | ১৬:২২

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা সদরে বন্যার পানিতে তলিয়ে যাওয়া নিখোঁজ স্কুল শিক্ষার্থী কৃতিত্ব চাকমার লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৪জুলাই) সকালে বাঘাইছড়ি গ্রাম-নারিকেল বাগান সড়ক থেকে তার লাশ উদ্ধার করেন এলাকাবাসী। এর আগে বুধবার সন্ধ্যায় ষষ্ঠ শ্রেনীর শিক্ষার্থী ছোঁয়া চাকমার লাশ উদ্ধার করা হয়। 

টানা বৃষ্টিতে উজান থেকে আসা পাহাড়ি ঢলে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা সদরে নিম্নাঞ্চল প্লাবিত হয়। মঙ্গলবার বিকেলে কৃতিত্ব চাকমা বন্ধুদের সঙ্গে বাঘাইছড়ি গ্রাম-নারিকেল বাগানে বন্যার পানি দেখতে যায়। বাড়ি ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় পা পিছলে পানিতে তলিয়ে যায় সে। দুদিন পর বৃহস্পতিবার সকালে তার লাশ ভেসে উঠে। নিহত কৃতিত্ব বাঘাইছড়ি উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। সে বাঘাইছড়ি গ্রামের মিল্টন চাকমার ছেলে।

বুধবার বিকালের বঙ্গলতলী ইউনিয়নের বালুখালী গ্রামের স্কুল শিক্ষার্থী ছোঁয়া চাকমা বাড়ির সামনে বন্যার পানিতে গোসল করতে নেমে তলিয়ে যায়। এ সময় তার মা-বাবা বাড়িতে ছিলেন না। তারা ফিরে এসে ছোঁয়াকে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজ করেন। সন্ধ্যার দিকে তার লাশ ভেসে উঠে। ছোঁয়া বিটি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেনীর শিক্ষার্থী। সে ওই গ্রামের মোহিনী কুমার চাকমার মেয়ে। 
উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার জানান, বন্যার পানিতে ডুবে দুটি শিশু মারা গেছে। বিষয়টি দুঃখজনক। তিনি অভিভাবকদের সন্তানের প্রতি খেয়াল রাখার অনুরোধ জানান। 


 

আরও পড়ুন

×