ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

সাদুল্লাপুরে ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

সাদুল্লাপুরে ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

ফাইল ছবি

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি

প্রকাশ: ০৪ জুলাই ২০২৪ | ১৭:১৬

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ফরিদপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পরিষদের সম্পত্তিসংক্রান্ত তথ্য গোপন করায় তাঁর বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ইউপি-১ শাখার প্রজ্ঞাপনে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।

সংশ্লিষ্ট বিভাগের জ্যেষ্ঠ সহকারী সচিব পূরবী গোলদার স্বাক্ষরিত এ প্রজ্ঞাপন জারি হয়েছে গত ১ জুলাই। একই সঙ্গে কেন তাঁর পদ থেকে চূড়ান্তভাবে অপসারণ করা হবে না, সেজন্য কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে। এর জবাব চাওয়া হয়েছে ১০ কার্যদিবসের মধ্যে। 

সাদুল্লাপুরের ইউএনওর কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে। এ বিষয়ে সাময়িক বরখাস্ত হওয়া চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন বলেন, তিনি এখনও চিঠি হাতে পাননি। হাতে পাওয়ার পর আইনগতভাবে লড়বেন বলে জানান।
 

আরও পড়ুন

×