ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

বানের পানিতে ভাসছিল তরুণীর মরদেহ

বানের পানিতে ভাসছিল তরুণীর মরদেহ

প্রতীকী ছবি

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০৭ জুলাই ২০২৪ | ১৭:৩৫

কুড়িগ্রামের রৌমারীতে বন্যার পানিতে ডুবে আকরুমা খাতুন নামে এক প্রতিবন্ধী তরুণীর মৃত্যু ঘটেছে। রোববার সকালে উপজেলার সদর ইউনিয়নের নতুনবন্দর এলাকা থেকে ভাসমান অবস্থায় ওই তরুণীর মরদেহ উদ্ধার করে পুলিশ। 

আকরুমা খাতুন (২৫) রৌমারী সদর ইউনিয়নের নতুনবন্দর হাজিপাড়া গ্রামের মৃত আনছার আলীর মেয়ে।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, ভুক্তভোগী আকরুমার মৃগীরোগ ছিল। গত চারদিন ধরে তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। রোববার সকালে গ্রামের এক ব্যক্তির বাড়ির পাশে বন্যার পানি থেকে দুর্গন্ধ আসছিল। এ সময় পানিতে একটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে নিহতের স্বজনরা মরদেহ আকরুমার বলে সনাক্ত করেন। 

আকরুমার ভাই আজাদুল ইসলাম বলেন, বন্যার পানিতে গোসল করতে গিয়ে মৃগী রোগে আক্রান্ত হয়ে তাঁর বোন মারা গেছে বলে ধারণা করছেন তিনি। 

রৌমারী থানার ওসি আব্দুল্লাহ হিল জামান বলেন, প্রাথমিক সুরতহালে ওই তরুণীর শরীরে সন্দেহজনক কোন কিছু পাওয়া যায়নি। এলাকাবাসীসহ সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানের সুপারিশে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। 
 

আরও পড়ুন

×