ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

চট্টগ্রামে কোটাবিরোধী আন্দোলন

ঢাকা-কক্সবাজার রেললাইন অবরোধ, বৃষ্টি উপেক্ষা করে নগরজুড়ে বিক্ষোভ

ঢাকা-কক্সবাজার রেললাইন অবরোধ, বৃষ্টি উপেক্ষা করে নগরজুড়ে বিক্ষোভ

ঢাকা-কক্সবাজার রেললাইন প্রায় আধঘণ্টা অবরোধ রাখেন শিক্ষার্থীরা। ছবি: সমকাল

চবি প্রতিনিধি

প্রকাশ: ০৮ জুলাই ২০২৪ | ২১:৩৫

কোটা সংস্কারের দাবিতে চতুর্থ দিনের মতো সড়ক অবরোধ করেছেন চট্টগ্রামের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পাশাপাশি ঢাকা-কক্সবাজার রেললাইন  প্রায় আধঘণ্টা অবরোধ করে রাখেন আন্দোলনকারীরা।

জানা গেছে, কর্মসূচির অংশ হিসেবে সোমবার বিকেল তিনটার পর থেকে নগরীর ষোলশহর, দুই নম্বর গেট, লালখান বাজার সড়কে বৃষ্টি উপেক্ষা করে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। মিছিল নিয়ে টাইগার পাস এলাকা প্রায় এক ঘণ্টা অবরোধ রাখেন । নগরীর অন্যতম প্রধান সড়ক টাইগার পাস অবরোধ থাকায় অচল হয়ে পড়ে চট্টগ্রামের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক। অবরোধ শেষে সন্ধ্যা সাতটায় আবারও বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি টাইগার পাস হয়ে নিউ মার্কেট এলাকা অবরোধ করে। আগামীকাল হাটহাজারী সড়ক অবরোধের ঘোষণা দিয়ে রাত ৮টা ২০মিনিটে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা। এসময় কোটা প্রথার সংস্কার ও আন্দোলনকারীদের হত্যার হুমকি দেওয়া ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানান তারা। 

আন্দোলনে হুমকির শিকার শিক্ষার্থী তালাত মাহমুদ বলেন, ‘আমার নানা মুক্তিযোদ্ধা ছিলেন, তবুও আমি কোটা সংস্কারের আন্দোলনে আছি। আমার পরিবারকে বলা হয়েছে আমার লাশ পাঠানো হবে আন্দোলন করার কারণে। আন্দোলনে বাধা আসা শুরু হয়েছে। এই মুহূর্তে আমরা নিরাপত্তার অভাবে ভুগছি।’

হাইকোর্টের দেওয়া রায়ে কোটা পূর্ণবহালের প্রতিবাদে গত সোমবার থেকে আন্দোলন করে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গত পাঁচদিন ধরে সড়ক অবরোধ করে আন্দোলন করছেন তারা। আজ সড়কের পাশাপাশি অবরোধ করে রেলপথও।

আরও পড়ুন

×