ইউপি চেয়ারম্যান রবি হত্যা
খুলনায় আ’লীগ নেতা তারা বিশ্বাসসহ দু’জন রিমান্ডে

প্রতীকী ছবি
খুলনা ব্যুরো ও ডুমুরিয়া প্রতিনিধি
প্রকাশ: ০৯ জুলাই ২০২৪ | ১৮:১১
খুলনার ডুমুরিয়া উপজেলার শরাফপুর ইউপি চেয়ারম্যান শেখ রবিউল ইসলাম রবি হত্যা মামলার আসামি জেলা আওয়ামী লীগের সদস্য আজগর বিশ্বাস ওরফে তারা বিশ্বাস এবং সাইফুল ইসলাম সরদার ওরফে কিলার বাবুর পাঁচদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার দুপুরে শুনানি শেষে খুলনার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান তামান্না তাদের পাঁচদিন করে রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে সকাল ১০টায় তারা বিশ্বাস ও কিলার বাবুকে কড়া নিরাপত্তার মধ্যে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ডুমুরিয়া থানার পরিদর্শক (তদন্ত) শাহীনুর রহমান তাদেরকে ১০ দিন করে রিমান্ডের আবেদন জানান।
তারা বিশ্বাস সোনাডাঙ্গা থানার বাংগালবাড়ি রোডের হারেজ উদ্দিন বিশ্বাসের ছেলে ও কিলার বাবু ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া গ্রামের ফজলে সরদারের ছেলে।
এদিকে ইউপি চেয়ারম্যান রবির খুনিদের গ্রেপ্তারের দাবিতে আগামীকাল বুধবার সকাল ১১টায় ডুমুরিয়ার সব জনপ্রতিনিধির উদ্যোগে মানববন্ধন কর্মসূচি ডাকা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ডুমুরিয়া উপজেলা চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ।
সোমবার দুপুরে নগরীর রায়েরমহল এলাকায় বিশ্বাস প্রোপার্টিজের অফিস থেকে তারা বিশ্বাসকে গ্রেপ্তার করে জেলা ডিবি পুলিশ। একই দিনে গ্রেপ্তার হন কিলার বাবু। এর আগে শনিবার রাতে গুটুদিয়া এলাকায় ইউপি চেয়ারম্যান রবিকে গুলি করে হত্যা করা হয়। পরদিন তার স্ত্রী শায়লা ইরিন ডুমুরিয়া থানায় মামলা করেন।
- বিষয় :
- খুলনা
- ইউপি চেয়ারম্যান হত্যা
- রিমান্ড মঞ্জুর