ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

আলোচনা সভায় বক্তারা

নিবিড়ভাবে আলাপ করে নারী শিক্ষার্থীদের সমস্যা চিহ্নিত করতে হবে

নিবিড়ভাবে আলাপ করে নারী শিক্ষার্থীদের সমস্যা চিহ্নিত করতে হবে

ফরিদপুরে কিশোরীদের প্রতি যৌন হয়রানি ও সহিংসতা প্রতিরোধে করণীয় বিষয়ে আলোচনা সভা। ছবি: সমকাল

ফরিদপুর অফিস

প্রকাশ: ০৯ জুলাই ২০২৪ | ২০:২৬ | আপডেট: ১০ জুলাই ২০২৪ | ১০:৪০

ফরিদপুরে কিশোরীদের প্রতি যৌন হয়রানি ও সহিংসতা প্রতিরোধে করণীয় বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে শহরের একটি রেস্তোরাঁয় সভার আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন ‘নন্দিতা সুরক্ষা’।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মো. ইয়াছিন কবির। বিশেষ অতিথির ছিলেন ফরিদপুর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাসানুজ্জামান। সভাপতিত্ব করেন নন্দিতা সুরক্ষা’র সভাপতি তাহিয়াতুল জান্নাতি রেমি।

সভায় বক্তারা কিশোরীদের প্রতি বাইরে, বাড়িতে এবং শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি ও সহিংসতা প্রতিরোধে হাইকোর্টের নির্দেশে গঠিত বিদ্যালয়সমূহের পাঁচ সদস্য বিশিষ্ট যৌন হয়রানি প্রতিরোধ কমিটিগুলোকে সচল করার ওপর গুরুত্বারোপ করেন।

তারা বলেন, ‘এই কমিটিকে প্রতি মাসে সভা করতে হবে। বিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে নিবিড়ভাবে আলাপ করে তাদের সমস্যাগুলোকে চিহ্নিত করতে হবে। যেসব সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করা যাবে না, তা নিয়মিত মামলাসহ আইনগত পদক্ষেপ নিতে হবে।’

আলোচনায় অন্যান্যদের মাঝে অংশ নেন জেলা শিক্ষা কর্মকর্তা বিষ্ণু পদ ঘোষাল, ব্লাস্ট ফরিদপুরের সমন্বয়কারী অ্যাডভোকেট শিপ্রা গোস্বামী, নারীনেত্রী আসমা আক্তার মুক্তা, ফরিদপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদীন, ফরিদপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রেহানা বেগম, সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সঞ্চিতা সাহা প্রমুখ। 

আলোচনা সভা শেষে উপস্থিত প্রতিটি স্কুলে যৌন হয়রানি প্রতিরোধে অভিযোগ কমিটি অ্যাক্টিভেশনের জন্য হাইকোর্ট কর্তৃক যৌন হয়রানি প্রতিরোধের লক্ষ্যে প্রদত্ত নির্দেশনা ২০০৯ এর প্রিন্টেড ব্যানার প্রদান করা হয়।

প্রসঙ্গত, ‘নন্দিতা সুরক্ষা’ একটি নারী-নেতৃত্বাধীন সংস্থা। এটি সামাজিক উন্নয়ন ও নারীর ক্ষমতায়নের জন্য কাজ করে। এছাড়া মানবাধিকার, লিঙ্গ সমতা, স্বাস্থ্য ও স্যানিটেশন নিয়েও কাজ করে ‘নন্দিতা সুরক্ষা’। সংগঠনটি মানুষের জন্য ফাউন্ডেশনের ‘ইয়ুথ এনগেইজমেন্ট ইন ডেমোক্রেসি’ প্রকল্পের আওতায় গ্লোবাল রিসার্চ অ্যান্ড মার্কেটিংয়ের সাহায্যে ফরিদপুর সদর উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানের ২০১ জন কিশোরীদের মাঝে যৌন হয়রানির মাত্রা বিশ্লেষণের ওপর একটি জরিপ সম্পন্ন করেছে। জরিপে প্রাপ্ত তথ্যগুলো সেবাপ্রদানকারী সরকারি–বেসরকারি বিভিন্ন সংস্থা, শিক্ষাপ্রতিষ্ঠান ও গণমাধ্যমকে অবহিত করতে গত ৬ এপ্রিল একটি সভার আয়োজন করে। এর ধারাবাহিকতায় আজ ফিডব্যাক মিটিং আয়োজন করা হয়।

আরও পড়ুন

×