রাবিতে কোটাবিরোধী শিক্ষার্থীদের অবস্থান, ছাত্রলীগের শোডাউন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোটাবিরোধী আন্দোলন। ছবি: সমকাল
রাবি প্রতিনিধি
প্রকাশ: ১০ জুলাই ২০২৪ | ০২:৫৩ | আপডেট: ১০ জুলাই ২০২৪ | ০২:৫৩
সরকারি সব চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এ কর্মসূচি পালন করেন তারা। পরে সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে বিকেল ৪টায় কর্মসূচি শেষ হয়।
এদিকে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি শুরু আগে প্যারিস রোড সংলগ্ন টুকিটাকি চত্বরে শাখা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুর অনুসারীরা ও ড. মুহাম্মদ শহীদুল্লাহ কলা ভবনের সামনের আমবাগানে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল-গালিবের অনুসারীরা জড়ো হতে থাকেন। অবস্থান কর্মসূচি শেষ হলে তারা ক্যাম্পাসের বিভিন্ন সড়কে শোডাউন দেন।
অবস্থান কর্মসূচিতে শিক্ষার্থীরা জানান, কোটার মাধ্যমে যে বৈষম্য তৈরি হয়েছে সেটা বাতিল করতে হবে। যৌক্তিক দাবি নিয়েই আমরা আন্দোলনে নেমেছি। দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাব।
কোটা সংস্কার আন্দোলনের সংগঠক আমান উল্লাহ খান বলেন, আমরা ন্যায্য দাবি আদায়ের পক্ষে। সারা বাংলাদেশের ছাত্র সমাজের এখন একটাই দাবি- সরকারি সব গ্রেডের চাকরিতে কোটার পরিমাণ কমিয়ে অল্প মাত্রায় রাখতে হবে।
আন্দোলনের সমন্বয়ক মেহেদি সজীব বলেন, সরকারি চাকরির সব গ্রেডে যত অযৌক্তিক কোটা আছে সব বাতিল করতে হবে। এ অযৌক্তিক কোটা বাতিল করে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও প্রতিবন্ধীদের জন্য একটি নির্দিষ্ট মাত্রায় কোটা রেখে পুরো কোটা পদ্ধতি সংস্কার করতে হবে।
- বিষয় :
- রাবি
- কোটাবিরোধী আন্দোলন
- ছাত্রলীগ