স্মরণ সভায় বিশিষ্টজনরা
শোষণের বিরুদ্ধে ছড়াকার এনায়েত ছিলেন উচ্চকণ্ঠ

ছড়াকার এনায়েত হোসেন। ছবি: সংগৃহীত
ফরিদপুর অফিস
প্রকাশ: ১১ জুলাই ২০২৪ | ২০:৪৪
পালাবদলের ছড়াকার এনায়েত হোসেন স্মরণে ফরিদপুরে নাগরিক সভা ও কবিতা পাঠ অনুষ্ঠিত হয়েছে। সভায় বিশিষ্টজনরা বলেন, শোষণ-বঞ্চনার বিরুদ্ধে এনায়েত হোসেন ছিলেন উচ্চকণ্ঠ। সমাজের নানা অসঙ্গতি তিনি লেখনীতে তুলে এনেছেন। তার সাহিত্যে ছিল সমাজ বদলের কথা, দুঃশাসনের বিরুদ্ধে আওয়াজ।
বৃহস্পতিবার ফরিদপুর শহরের আলিপুরে সমকাল অফিস মিলনায়তনে এনায়েত হোসেনের তৃতীয় মৃত্যুবার্ষিকীর উপলক্ষ্যে এ স্মরণ সভার আয়োজন করা হয়। এনায়েত হোসেন স্মৃতি সংসদ ও সমকাল সুহৃদ সমাবেশ ফরিদপুর যৌথভাবে এ আয়োজন করে। এতে স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি, সাংস্কৃতিক কর্মীরা অংশ নেন।
এনায়েত হোসেন স্মৃতি সংসদের সভাপতি মো. সায়েম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মো. হারুনার রশিদ। নাট্যব্যক্তিত্ব মন্ডল আহমেদ নিজামের উপস্থাপনায় আরও বক্তব্য দেন অধ্যাপক এম এ সামাদ, অধ্যাপক মো. আলতাফ হোসেন, অধ্যাপক ম. হালিম, অধ্যক্ষ ফজলুল হক খান, অধ্যাপক শরীফ মো. আমিরউদ্দিন, সাংবাদিক মফিজ ইমাম মিলন, ফরিদপুর শিল্পকলা একাডেমীর কর্মকর্তা সাইফুল হাসান মিলন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ইরা আহাম্মেদ, কবি আবু জাফর দিলু, কবি সফিক ইসলাম, কবি নিলুফার ইয়াসমিন রুবি, আবুল বাতিন প্রমুখ। এনায়েত হোসেনের লেখা গান পরিবেশন করেন গোবিন্দ বাগচী; কবিতা পাঠ করেন কবি জাহাঙ্গীর খান।
সভায় ডা. সৈয়দ মজনু, সমকাল সুহৃদ সমাবেশের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য, সাধারণ সম্পাদক মহুয়া ইসলাম, শিক্ষক প্রভাত সিং, হান্নান মিয়া, ছড়াকারের ছেলে কাউসার হোসেন ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
অধ্যাপক আলতাফ হোসেন বলেন, এনায়েত ছিলেন সময়ের সাহসী সন্তান; সমাজের নানা অসঙ্গতি তিনি লেখনীতে তুলে এনেছেন।
অধ্যাপক এম এ সামাদ বলেন, সরকারী রাজেন্দ্র কলেজের চতুর্থ শ্রেণীর কর্মচারী হয়েও তিনি অনেক কষ্টে কাব্যচর্চা অব্যাহত রাখেন; অভাব-অনটনের কাছে হার মানেননি।