শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে শেকৃবিতে বিক্ষোভ মিছিল

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে শেকৃবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল
শেকৃবি প্রতিনিধি
প্রকাশ: ১২ জুলাই ২০২৪ | ১৯:৫৩
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবি এবং শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীরা। এ সময় দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান তারা।
শুক্রবার (১২ জুলাই) বিকেল পৌনে ৫টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের দ্বিতীয় গেট হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় শিক্ষার্থীরা পরিকল্পনা মন্ত্রণালয়ের সংযোগ সড়ক, আগারগাঁও, শিশুমেলা, কলেজগেট হয়ে বিশ্ববিদ্যালয়ের সয়েল মোড়ে অবস্থান নেন।
মিছিল শেষে শিক্ষার্থীরা বলেন, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর হামলা, লাঠিচার্জ করার প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল। তবে কোটা প্রথার বিরুদ্ধে তাদের অবরোধ, বাংলা ব্লকেড কর্মসূচি অব্যাহত থাকবে। তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না। আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িতদের খুঁজে বের করে বিচারের আওতায় আনার দাবি জানান তারা।