নালার মুখ বন্ধ, অল্প বৃষ্টিতে জলাবদ্ধতা

রংপুর নগরীর জিএল রায় সড়কের নালার মুখ বন্ধ করে দেওয়ায় তৈরি হয় জলাবদ্ধতা সমকাল
রংপুর অফিস
প্রকাশ: ১৩ জুলাই ২০২৪ | ২২:২২
রংপুর নগরীর প্রধান প্রধান সড়কের অনেক স্থানে নালার মুখ বন্ধ হয়ে গেছে। এতে বৃষ্টির সময় সহজে পানি নিষ্কাশন হতে পারছে না। ফলে যানবাহন চলাচল বিঘ্নের পাশাপাশি ভোগান্তিতে পড়ছেন পথচারীরা। সড়কের পাশে ব্যবসা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থাপনার মালিকরা সামনের অংশের নালার মুখ বন্ধ করে দেওয়ায় এমন ভোগান্তির সৃষ্টি হয়েছে।
হোটেল পার্কের সামনে গাড়ি পার্ক করে মালিকের অপেক্ষায় বসেছিলেন চালক আবদুল গফুর। তিনি বলেন, এখনই নালার মুখ খুলে দেওয়া না হলে ভোগান্তি আরও বাড়বে। সড়কে পানি জমে থাকায় গাড়ি পার্কিংয়ের সমস্যার পাশাপাশি নামতেও বিড়ম্বনায় পড়তে হয়।
জিএল রায় রোডের গ্র্যান্ড প্যালেসের উত্তরে পাবনা হোটেলের সামনে সড়কে পানি বের হওয়ার মুখ বন্ধ করে দেওয়ায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। বৃষ্টির পানি জমে যাওয়ায় বেড়েছে ভোগান্তি। পাবনা হোটেলের কয়েক গজের মধ্যে সড়ক থেকে নালার পানি বের হওয়ার জন্য বেশ কয়েকটি মুখ রয়েছে।
অথচ আগে বৃষ্টি হলেই দ্রুত পানি নেমে যেত। চলাচলের সময় মানুষকে ভোগান্তি পোহাতে হতো না। তবে সম্প্রতি পানি বের হওয়ার মুখগুলো বন্ধ করে দিয়েছেন অজ্ঞাত ব্যক্তিরা। ফলে এখন সামান্য বৃষ্টি হলেই দেখা দেয় জলাবদ্ধতা। নগরীর কামাল কাছনা, ফায়ার সার্ভিসের আশপাশ, সেন্ট্রাল রোড, স্টেশন রোডসহ বিভিন্ন সড়কের পাশের ব্যবসায়ীরা নালার মুখ বন্ধ করেছেন বলে অভিযোগ উঠেছে।
অনেকে নালার মুখ বন্ধ করে সেখানে পণ্য রেখে বেচাকেনা করছেন জানিয়ে নগরীর বাসিন্দারা বলছেন, কোনো কোনো স্থানে সড়কের চেয়ে নালার মুখ প্রায় এক ফুট ওপরে। এ কারণেও পানি নিষ্কাশন হচ্ছে না। চলতি বর্ষা মৌসুমে রংপুরে প্রায় প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। ফলে সামান্য বৃষ্টিতেই পানি জমে থাকায় ভোগান্তিতে পড়তে হচ্ছে পথচারীকে।
কাজের জন্য শহরে এসেও শান্তি নেই মন্তব্য করে পথচারী সাখাওয়াত হোসেন বলেন, সড়কে পানি জমে থাকায় জুতা-স্যান্ডেল পায়ে দিয়ে পথচলা দায়। শাহজাহান আলী নামের আরেকজনের ভাষ্য, কিছু ব্যবসায়ী নিজেদের স্বার্থে ফুটপাতসংলগ্ন নালার মুখ বন্ধ করে তাদের দোকানের পণ্য রেখে ব্যবসা করছেন। ভোগান্তিতে পড়ছে সাধারণ মানুষ।
রংপুর সিটি করপোরেশনের প্যানেল মেয়র তৌহিদুল ইসলাম বলেন, যারা নালার মুখ বন্ধ করে পানি চলাচলে বাধা সৃষ্টি করছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
- বিষয় :
- জলাবদ্ধ