ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

মসজিদের ইমামের বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগ

মসজিদের ইমামের বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগ

প্রতীকী ছবি

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৪ জুলাই ২০২৪ | ১৬:১৪ | আপডেট: ১৪ জুলাই ২০২৪ | ১৬:১৪

গোপালগঞ্জের কোটালীপাড়ায় প্রথম শ্রেণিতে পড়ুয়া এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে মানসুর হাওলাদার নামে মসজিদের এক ইমামের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ইমামের বিরুদ্ধে গত শনিবার কোটালীপাড়া থানায় মামলা করেছেন ভুক্তভোগী শিশুর বাবা। 

মানসুর (২২) উপজেলার আমতলী ইউনিয়নের উনশিয়া গ্রামের জামাল হাওলাদারের ছেলে। তিনি কুরপালা মাদরাসার মাওলানা বিভাগের মিশকাত শ্রেণির ছাত্র এবং পার্শ্ববর্তী গ্রামের একটি মসজিদের ইমাম। 

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (৯ জুলাই) বিকেল সাড়ে পাঁচটার দিকে মসজিদের ইমাম শিশুটিকে তার রুমে এক বালতি পানি রেখে আসতে বলে। শিশুটি তার রুমে প্রবেশ করার পর ইমাম জোরপূর্বক শিশুটিকে ধর্ষণ করে। 

শিশুটির বাবা জানান, তিনি ঢাকায় ছিলেন। ঘটনার খবর পেয়ে তিনি গ্রামের বাড়িতে আসেন। লোকলজ্জার ভয়ে বিষয়টি প্রথমে গোপন রাখা হয়। পরবর্তীতে মেয়েটি অসুস্থ হয়ে পড়লে বুধবার (১০ জুলাই) দুপুরে তাকে গোপালগঞ্জ আড়াই শ’ বেড জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ইমামের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আলম বলেন, শিশু ধর্ষণের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। এতে ইমামকে আসামী করা হয়েছে। মামলা দায়েরের পর তাঁকে গ্রেপ্তারে তৎপর রয়েছে পুলিশ। 
 

আরও পড়ুন

×