ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

পাবিপ্রবি শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি জয়, সম্পাদক রহিম

পাবিপ্রবি শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি জয়, সম্পাদক রহিম

সভাপতি ড. আওয়াল কবির জয় (বামে) ও সাধারণ সম্পাদক ড. আবদুর রহিম

পাবনা অফিস

প্রকাশ: ১৪ জুলাই ২০২৪ | ২০:৩৭

দীর্ঘ প্রায় পাঁচ বছর পর পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে ড. আওয়াল কবির জয় ও সাধারণ সম্পাদক পদে ড. আবদুর রহিম নির্বাচিত হয়েছেন।  

প্রগতিশীল শিক্ষক সমাজ মনোনীত প্যানেল থেকে সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও সহসভাপতি পদে ড. মো. শরিফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ড. তাহমিনা তাসনিম নাহার, কোষাধ্যক্ষ পদে ড. মো. নূর আলম বিজয়ী হয়েছে। সমিতির ১০ সদস্যের কমিটিতে প্রগতিশীল শিক্ষক সমাজ মনোনীত প্যানেল থেকে ছয়জন সদস্য নির্বাচিত হয়েছেন।

আজ রোববার (১৪ই জুলাই) সকাল ১০ টা থেকে বেলা দুইটা পর্যন্ত এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১৩২ জন শিক্ষকের মধ্যে ১২৯ জন শিক্ষক ভোট প্রদান করেন।

আরও পড়ুন

×