পাচার চক্রের প্রধানসহ ২ রোহিঙ্গা নারী আটক

িআটক ২ রোহিঙ্গা নারী। ছবি: সমকাল
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রকাশ: ১৪ জুলাই ২০২৪ | ২২:০৮
সাতক্ষীরার শ্যামনগর থেকে দুই রোহিঙ্গা নারীকে আটক করেছে বিজিবি। রোববার ভোররাতে সীমান্তবর্তী নদী দিয়ে ভারতে পাচারের সময় কৈখালী ক্যাম্পের সদস্যরা তাদের আটক করে। এসময় রোহিঙ্গা নারীদের পাচারের সঙ্গে জড়িত চক্রের প্রধান আব্দুল্লাহ তরফদারকেও আটক করা হয়। তিনি শ্যামনগর উপজেলার কালিঞ্চি গ্রামের বাসিন্দা। আটক দুই রোহিঙ্গা দালালের মাধ্যমে ভারতে প্রবেশের দু’দিন ধরে আব্দুল্লাহ তরফদারের বাড়িতে অবস্থান করছিল বলে জানা গেছে।
আজ রোববার বিকেলে আটককৃতদের শ্যামনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বিজিবি কৈখালী ক্যাম্পের ইনচার্জ মো. লিয়াকত হোসেন জানান, দু’দিন আগে দুই রোহিঙ্গা নারীকে পাচারের জন্য বাড়িতে লুকিয়ে রাখেন আব্দুল্লাহ। রোববার ভোররাতে সীমান্ত নদী কালিন্দি দিয়ে ভারতীয় সহযোগীদের হাতে তুলে দেওয়ার আগে তাদের আটক করা হয়। এসময় পাচারের সঙ্গে জড়িত চক্রের প্রধান আব্দুল্লাহকে আটক করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।
জানা যায়, আটক দুই রোহিঙ্গা নারী কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে আসে। তাদের স্বজনদের কয়েকজন একই ‘রুটে’ ইতিমধ্যে ভারতে পাড়ি জমিয়েছে।
শ্যামনগর থানার ওসি মো. আবুল কালাম আজাদ বলেন, বিজিবি’র পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আটক রোহিঙ্গাদের নাম-পরিচয়সহ কোনো ক্যাম্প থেকে এসেছে তা উদঘাটনে জিজ্ঞাসাবাদ চলছে
- বিষয় :
- সাতক্ষীরা
- রোহিঙ্গা আটক