থানায় ঢুকে বাবা হত্যার দায় স্বীকার, কিশোরীর বিরুদ্ধে মায়ের মামলা

ছবি-সংগৃহীত
খুলনা ব্যুরো
প্রকাশ: ১৫ জুলাই ২০২৪ | ২০:১৫
খুলনায় বাবার মৃত্যুর আট দিন পর থানায় গিয়ে হত্যার দায় স্বীকার করা সেই কিশোরীর (১৬) বিরুদ্ধে মামলা হয়েছে। গত রোববার রাতে দৌলতপুর থানায় মামলা করেন তার মা। মামলায় তিন-চারজনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে সোমবার শিশু আদালতের মাধ্যমে তাকে সংশোধোনাগারে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মৃত ব্যক্তি দৌলতপুর থানার দেয়ানা উত্তরপাড়া এলাকার বাসিন্দা। গত ৫ জুলাই হঠাৎ তিনি মারা যান। এর মধ্যে শুক্রবার দৌলতপুর থানায় হাজির হয় তার ছোট মেয়ে। সে এ বছর এসএসসি পাস করেছে। থানায় ঢুকে ওই কিশোরী পুলিশকে বলে, ‘আমার বাবাকে আমি ঘুমের ওষুধ খাইয়ে ও বালিশচাপা দিয়ে হত্যা করেছি। আমাকে গ্রেপ্তার করুন।’
মামলার এজাহারে বাদী (কিশোরীর মা) উল্লেখ করেছেন, ৩ জুলাই রাত ১০টা থেকে ভোর ৪টার মধ্যে তার স্বামী মারা যান। তার হাতে দুটি ছিদ্র ছিল। হৃদরোগে আক্রান্ত হয়ে অথবা সাপের দংশনে তিনি মারা গেছেন– এমন ধারণায় স্বাভাবিকভাবেই তার দাফন সম্পন্ন হয়। এ ঘটনার কয়েক দিন পর তাদের ছোট মেয়ে জানায়, সে রাতের খাবার ও খাওয়ার পানির মধ্যে ঘুমের ওষুধ মিশিয়েছিল এবং রাতে বালিশচাপা দিয়ে বাবাকে হত্যা করেছে। কারণ জানতে চাইলে সে বলে, বাবা তাকে শাসন করতেন। তাই রাগের বশে তাকে হত্যা করেছে।
স্বামীর মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটনে কবর থেকে লাশ তুলে ময়নাতদন্তের জন্য মামলার এজাহারে অনুরোধ জানিয়েছেন বাদী।
দৌলতপুর থানার ওসি প্রবীর কুমার বিশ্বাস জানান, গত শুক্রবার রাতে থানায় ঢুকে মেয়েটি বাবাকে হত্যার কথা স্বীকার করে। পরিবারের পক্ষ থেকে করা হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে সোমবার দুপুরে শিশু আদালতে পাঠানো হয়।
মামলার তদন্ত কর্মকর্তা দৌলতপুর থানার এসআই মতিউর রহমান জানান, ওই কিশোরী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এরপর তাকে সংশোধানাগারে পাঠানো হয়েছে।
- বিষয় :
- থানা
- মামলা
- হত্যা
- বাবাকে হত্যা