ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

খাসিয়াদের গুলিতে নিহত দুই বাংলাদেশির মরদেহ হস্তান্তর

খাসিয়াদের গুলিতে নিহত দুই বাংলাদেশির মরদেহ হস্তান্তর

ফাইল ছবি

সিলেট ব্যুরো 

প্রকাশ: ১৫ জুলাই ২০২৪ | ২১:২৫

সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে ভারতের খাসিয়া সম্প্রদায়ের গুলিতে নিহত দুই বাংলাদেশি যুবকের মরদেহ হস্তান্তর করেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। 

সোমবার দিনভর পতাকা বৈঠকের পর সন্ধ্যা ৭টার দিকে লাশ দুটি বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হাতে তুলে দেওয়া হয়েছে। এ তথ্য নিশ্চিত করেন কোম্পানীগঞ্জ থানার ওসি গোলাম দস্তগীর আহমেদ।

এর আগে রোববার সন্ধ্যা ৬টার দিকে কোম্পানীগঞ্জের ভারত সীমান্ত পিলার নম্বর-১২৫৩-এর কাছে খাসিয়াদের গুলিতে নিহত হন কালাইরাগ করবলাটুক গ্রামের মৃত ফজর আলীর ছেলে আলী হুসেন ও মৃত সুন্দর আলীর ছেলে কাওসার আহমদ।

স্থানীয় সূত্র জানায়, আলী হুসেন, কাওসার আহমদ ও নবী হোসেনের বাড়ি সীমান্ত এলাকায় হওয়ায় তাদের যাতায়াত ছিল ওপারে। রোববার কোনো এক সময় অবৈধভাবে ভারতে যান তারা। সেখানে তাদের ওপর গুলি ছোড়ে খাসিয়ারা। এতে আলী ও কাওসার নিহত হন। আর গুরুতর আহত হলেও ফিরে আসতে সক্ষম হন নবী হোসেন।

উত্তর রনিখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়জুর রহমান বলেন, ভারত সীমান্ত এলাকায় গুলিতে নিহত দু'জনের লাশ সোমবার সন্ধ্যায় ফিরিয়ে দিয়েছে বিএসএফ।

আরও পড়ুন

×