সিরাজগঞ্জে কোটা আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষে ৮ পুলিশ আহত

সিরাজগঞ্জ শহরের গোশালা রোডে মঙ্গলবার বিকেলে আন্দোলনকারীদের মিছিল। ছবি: সমকাল
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৬ জুলাই ২০২৪ | ১৭:১৪ | আপডেট: ১৬ জুলাই ২০২৪ | ১৮:২৯
সিরাজগঞ্জে কোটা সংস্কারে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে চার কর্মকর্তাসহ পুলিশের আট সদস্য আহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ মঙ্গলবার বিকেল সাড়ে তিনটায় জেলা শহরের গোশালা এসবি ফজলুল হক রোডে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অর্ধশত রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ।
আহত পুলিশ কর্মকর্তারা হলেন, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রেজওয়ান ইসলাম, পরিদর্শক কামাল হাসান, পরিদর্শক হাসিবুর রহমান ও উপ-পরিদর্শক সৌমিক ইসলাম। তাৎক্ষণিকভাবে আহত অপর পুলিশ সদস্যদের পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, শতাধিক নারী শিক্ষার্থীসহ কোটা আন্দোলনকারীরা বিকেল সাড়ে তিনটার দিকে ইসলামিয়া কলেজ মাঠ থেকে ফজলুল হক রোড দিয়ে নিউ ঢাকা রোডের দিকে যাচ্ছিলেন। আন্দোলনকারীরা নিউ ঢাকা রোডের ট্রাক স্ট্যান্ড এর পাশে পৌঁছালে পুলিশ তাদের গতিরোধ করে। এ সময় শিক্ষার্থীরা রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন শুরু করেন। আবু তাহের কলোনিতে নির্মাণ কাজের কারণে গোশালা মসজিদের সামনে ইটের স্তূপ রাখা ছিল। আন্দোলনকারী শিক্ষার্থীদের কেউ কেউ এ সময় ইটের স্তূপ থেকে ইট-পাটকেল নিয়ে পুলিশের উপর নিক্ষেপ করে। এতে পুলিশের কয়েকজন সদস্য আহত হন। এ সময় পুলিশ লাঠিচার্জ এবং রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে আন্দোলনরত শিক্ষার্থীদের ছত্রভঙ্গের চেষ্টা করে। পরে শিক্ষার্থীরা গোশালার রোড সংলগ্ন কাটাখাল মুক্তিযোদ্ধা লেন, হাজী বারাক, আবু তাহের কলোনি ও মন্দিরের গলি দিয়ে ছুটে পালিয়ে যায়। এ সময় কয়েকজন শিক্ষার্থীকে রক্তাক্ত অবস্থায় পালাতে দেখা যায়। প্রাথমিকভাবে আহত শিক্ষার্থীদের সংখ্যা ও পরিচয় জানা সম্ভব হয়নি।
সদর থানার ওসি সিরাজুল ইসলাম জানান, শিক্ষার্থীদের একটি মিছিল ইসলামিয়া কলেজ মাঠ থেকে গোশালা রোড দিয়ে জেলা শহরের কেন্দ্রস্থলে প্রবেশের চেষ্টা করে। বিশৃঙ্খলা এড়াতে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় শিক্ষার্থীরা পুলিশের প্রতি ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।
সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. আরিফুর রহমান মন্ডল বলেন, শিক্ষার্থীদের পক্ষ থেকেই প্রথমে পুলিশের প্রতি ইট- পাটকেল ছোঁড়া হয়। অবস্থা বেগতিক দেখে পুলিশ নিজেদের রক্ষায় টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। আন্দোলনকারীদের ছোঁড়া ইট-পাটকেলের আঘাতে পুলিশের চার কর্মকর্তাসহ অন্তত আটজন আহত হয়েছেন। তাদের মধ্যে উপ-পরিদর্শক সৌমিক ইসলামের অবস্থা গুরুতর। তাঁকে দ্রুত উদ্ধার করে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সৌমিক ছাড়াও আরো পাঁচজন পুলিশ সদস্য আহত হয়েছেন।
সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আমিনুল ইসলাম জানান, মাথায় ইট-পাটকেল লাগায় গুরুতর আহত হয়েছেন সৌমিক ইসলাম। তাঁর মাথায় ১০-১২ টি সেলাই দেওয়া হয়েছে।