যৌন নিপীড়নের অভিযোগে বরখাস্ত সেই প্রধান শিক্ষক

অভিযুক্ত জয়নাল আবেদিন টিটন
ফরিদপুর অফিস
প্রকাশ: ১৭ জুলাই ২০২৪ | ০৫:১৯
যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার ফরিদপুর শহরের আদর্শ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নুল আবেদিন টিটোনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
কমিটির সভাপতি শেখ মাহাতাব আলী মেথুর সভাপতিত্বে সভায় সব শিক্ষক ও প্রতিনিধি উপস্থিত ছিলেন। সভা থেকে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নুরুল ইসলামকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে।
নুরুল ইসলাম বলেন, যৌন হয়রানির অভিযোগে জয়নুল আবেদীন গ্রেপ্তার হয়েছেন। সভায় তার বিষয়ে অভিযোগ উত্থাপিত হয়। পরে স্কুল ম্যানেজিং কমিটির সদস্যরা জয়নুলকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেন। আদালতের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তিনি বরখাস্ত থাকবেন।
এদিকে জেলা প্রশাসনের তদন্ত কমিটি কাজ শুরু করেছে। ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রামানন্দ পাল জানান, গত সোমবার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী সিদ্দিকীকে ঘটনা তদন্ত করে ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। কমিটি কাজ করছে।
গত ১৪ বছর ধরে জয়নুল বিদ্যালয়ের ছাত্রীদের ভয়ভীতি দেখিয়ে যৌন নিপীড়ন করে আসছেন। গত শনিবার সমকালে এ নিয়ে প্রতিবেদন প্রকাশের পরদিন বিদ্যালয়ের বর্তমান ও সাবেক একাধিক ছাত্রী পুলিশের কাছে লিখিত অভিযোগ দেন। ওইদিনই কোতোয়ালি থানার পুলিশ জয়নুলকে গ্রেপ্তার করে।
- বিষয় :
- ফরিদপুর
- যৌন হয়রানি
- ছাত্রী হয়রানি
- শিক্ষক
- বরখাস্ত