ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

নরসিংদী কারাগার থেকে পালানো যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি রৌমারীতে গ্রেপ্তার

নরসিংদী কারাগার থেকে পালানো যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি রৌমারীতে গ্রেপ্তার

নরসিংদী কারাগার থেকে পলাতক আসামি মামুন মিয়া

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২৯ জুলাই ২০২৪ | ১৫:৫৫ | আপডেট: ২৯ জুলাই ২০২৪ | ১৬:০০

কোটা সংস্কার আন্দোলন চলাকালে নরসিংদী জেলা কারাগারে হামলার পর পালিয়ে যাওয়া মার্জিয়া কান্তা হত্যা মামলার আসামি মামুন মিয়াকে কুড়িগ্রামের রৌমারী থেকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (২৮জুলাই) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সদর ইউনিয়নের বামনেরচর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সোমবার তাকে কুড়িগ্রামে জেল হাজাতে পাঠানো হয়েছে।

মামলা থেকে জানা গেছে, মার্জিয়া কান্তা ঢাকার সাভারের আশুলিয়ায় পার্লারের ব্যবসা করতেন। ২০১৯ সালে স্বামী শহিদুল ইসলাম সাগর ও তার ফুফাতো ভাই মামুন মিয়া কৌশলে কান্তাকে কুয়াকাটা নিয়ে যান। এরপর একটি হোটেলে নিয়ে তাকে হত্যা করে পালিয়ে যায়। মামুন কান্তা হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। তিনি নরসিংদী জেলা কারাগারে ছিলেন।

রৌমারী থানা সূত্রে জানা যায়, ১৯ জুলাই নরসিংদী জেলা কারাগারে হামলার পর অনেক বন্দী পালিয়ে যান। ওই দিন হত্যা মামলার আসামি মামুনও কারাগার থেকে পালিয়ে যান। কারফিউর মধ্যেই ভ্যান, ইজিবাইক ও ট্রাকে চড়ে দুই দিন পর রৌমারী পৌঁছান। এরপর নিজ বাড়িতে আত্মগোপনে থাকেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার সন্ধ্যায় রৌমারী থানার এসআই তাজুল ইসলাম জুয়েল, এএসআই জয়নালসহ পুলিশের একটি দল অভিযান চালিয়ে সেখান থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার মামুনকে আদালতের মাধ্যমে নরসিংদী কারা কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

রৌমারী থানার ওসি গোলাম মুর্তজা বলেন, জেলা কারাগার পলাতক যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত আসামি মামুনকে সোমবার সকালে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

×