গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে বিএনপি-জামায়াত নেতাকর্মী
বাঁশখালীতে পুলিশের বিশেষ অভিযান

ফাইল ছবি
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ৩০ জুলাই ২০২৪ | ১৯:৩৯
কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশের চলমান পরিস্থিতিতে বাঁশখালীতে চলছে পুলিশের বিশেষ অভিযান। এতে গত ১০ দিনে গ্রেপ্তার হয়েছেন বিএনপি-জামায়াতের অর্ধশতাধিক নেতাকর্মী। প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে পুলিশের চিরুনি অভিযানের মুখে গ্রেপ্তার এড়াতে গা-ঢাকা দিয়েছেন দল দুটির অনেক নেতাকর্মী।
জানা গেছে, কোটা সংস্কার আন্দোলন শুরুর পর উপজেলা সদরসহ বাঁশখালীর গুরুত্বপূর্ণ সব পয়েন্টে নজরদারি বাড়ানো হয়। পুলিশি তৎপরতার মুখে বাঁশখালীতে কোটা সংস্কার আন্দোলকে কেন্দ্র করে তেমন কোনো নাশকতামূলক ঘটনা ঘটেনি।
বাঁশখালী থানার উপপরিদর্শক কামরুল হাসান কায়কোবাদ বলেন, প্রতিদিন পুলিশের অভিযান চলছে। পুরো উপজেলা ও পৌরসভা আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারির আওতায় আনা হয়েছে। জঙ্গি ও সন্ত্রাসীরা যাতে চোরাগোপ্তা হামলা ও নাশকতা চালাতে না পারে সে জন্য পুলিশ সতর্ক রয়েছে। বাঁশখালীতে বিএনপি-জামায়াতের অর্ধশত সক্রিয় নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমদ জানান, নাশকতা মোকাবিলায় সরকারের নির্দেশনা বাস্তবায়নে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী জীবন বাজি রেখে কাজ করছে। বাঁশখালীর মানুষের নিরাপত্তা ও সরকারি সম্পদ রক্ষায় পুলিশ সদস্যরা আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। সন্ত্রাসীদের বিরুদ্ধে পুলিশকে সব ধরনের সহযোগিতা করছে সাধারণ মানুষ।
- বিষয় :
- অভিযান পরিচালনা
- গ্রেপ্তার আতঙ্ক
- চট্টগ্রাম