জনগণের ভোটে এমপি হয়েছি চোরদের সঙ্গে সমন্বয় করতে নয়: এমপি আব্দুর রশিদ

সরিষাবাড়ী উপজেলা অডিটরিয়ামে মৎস সপ্তাহের অনুষ্ঠানে বক্তব্য দেন সংসদ সদস্য আব্দুর রশিদ
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: ৩১ জুলাই ২০২৪ | ১৪:৫৯ | আপডেট: ৩১ জুলাই ২০২৪ | ১৫:৩৩
‘প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নিরলস কাজ করে যেতে চাই। এ কাজে সফল হতে হলে জনগণের জন্য বিভিন্ন দপ্তর থেকে পাওয়া বরাদ্দ সঠিকভাবে বিতরণ করতে হবে। জনপ্রতিনিধি বা দপ্তরের লোক এ বরাদ্দ আত্মসাতের পায়তারা করলে প্রতিরোধ গড়ে তোলা হবে। এমপি হয়েছি জনগণের ভোটে, চোরদের সঙ্গে সমন্বয় করতে নয়।’
বুধবার (৩১ জুলাই) সকালে সরিষাবাড়ী উপজেলা অডিটরিয়ামে মৎস সপ্তাহ উদ্ভোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কথাগুলো বলেন সাবেক অধ্যক্ষ ও সংসদ সদস্য আব্দুর রশিদ।
উপজেলা নিবার্হী কর্মকর্তা শারমিন আক্তারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ আকন্দ, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. পলাশ কান্তি দত্ত, উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, পৌর মেয়র মনির উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল গনি, পৌর আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মিজানুর রহমান।
- বিষয় :
- আলোচনা সভা
- সংসদ সদস্য
- জামালপুর
- সরিষাবাড়ী