ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

বাবার মুক্তিযোদ্ধা ভাতা তোলা হলো না নারগিসের

বাবার মুক্তিযোদ্ধা ভাতা তোলা হলো না নারগিসের

প্রতীকী ছবি

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ৩১ জুলাই ২০২৪ | ১৫:৫৩

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মুক্তিযোদ্ধা বাবার ভাতা তুলতে ব্যাংকে যাওয়ার পথে ইজিবাইক থেকে পড়ে নারগিস বেগম (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। বুধবার সকালে তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট গোয়ালগছ এলাকার বাংলাবান্ধা-তেঁতুলিয়া জাতীয় মহাসড়কে এই দুর্ঘটনা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, নারগিস বেগম একই উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের ঝাড়ুয়াপাড়া এলাকার আক্তারুল ইসলামের স্ত্রী ও মরহুম বীর মুক্তিযোদ্ধা এহসানুল হকের মেয়ে। বড় বোনসহ নারগিস একটি ইজিবাইকে তেঁতুলিয়া সোনালী ব্যাংকে বাবার মুক্তিযোদ্ধা ভাতা উত্তোলন করতে যাচ্ছিলেন। গোয়ালঝাড় এলাকায়  ইজিবাইক থেকে পড়ে যান নারগিস। গুরুতর আহত অবস্থায় তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তেঁতুলিয়া হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ জাকির হোসেন সড়ক দুর্ঘটনায় ওই নারীর নিহতের তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

×