উস্কানিমূলক পোস্ট দিয়ে ভুয়া সাংবাদিক গ্রেপ্তার

ফাইল ছবি
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ০১ আগস্ট ২০২৪ | ১৯:৪৪
বাঁশখালীতে কোটা আন্দোলনে ১ হাজার ৭ শত জন নিহত হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে এমন উস্কানিমূলক পোস্ট দিয়ে আটক হয়েছেন রেজাউল আজীম নামে এক ভুয়া সাংবাদিক। আজীম ২০১৮ সালে বাঁশখালীতে হিন্দু মন্দিরে হামলা, তাণ্ডব ও নাশকতা মামলার জেলফেরত আসামি।
বুধবার রাতে উপজেলা সদরের মিয়ার বাজার এলাকায় একটি ভাড়া বাসা থেকে পুলিশ রেজাউল আজীমকে আটক করে। তিনি বাঁশখালীর গন্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা গ্রামের বাসিন্দা। নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে নানা ধরনের অপরাধ পরিচালনা করে আসছিলেন। একাধিকবার গ্রেপ্তার হয়ে জেল খাটলেও সরকারবিরোধী কর্মকাণ্ড বন্ধ হয়নি। গত বুধবার রাতেও কোটা আন্দোলনে ১ হাজার ৭ শত মানুষ মারা গেছে বলে এক উস্কানিমূলক পোস্ট দেন। পোস্টটি দ্রুত সময়ে ছড়িয়ে পড়লে এক ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
বাঁশখালী থানার এস আই কামরুল হাসান কায়কোবাদ জানান, রেজাউল আজীমের বিরুদ্ধে নাশকতাসহ একাধিক মামলা রয়েছে। তাঁর নেতৃত্বে সোশ্যাল মিডিয়ায় একটি চক্র রয়েছে। যারা বাঁশখালীতে বসে দীর্ঘদিন ধরে সরকারবিরোধী কর্মকাণ্ড পরিচালিত করছে। অপকর্ম আড়াল করতে সাংবাদিক পরিচয় দিয়ে আসছিলেন তিনি। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।