ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

মেঘনায় ট্রলারডুবিতে মা-মেয়ের মৃত্যু, নিখোঁজ ৩ 

মেঘনায় ট্রলারডুবিতে মা-মেয়ের মৃত্যু, নিখোঁজ ৩ 

ফাইল ছবি

শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশ: ০২ আগস্ট ২০২৪ | ১৫:০০ | আপডেট: ০২ আগস্ট ২০২৪ | ১৫:০৪

শরীয়তপুরের গোসাইরহাটে মেঘনায় ট্রলার ডুবিতে মা–মেয়ের মৃত্যু হয়েছে। তাদের পরিচয় জানা যায়নি। এ ঘটনায় আরও তিনজন নিখোঁজ রয়েছেন। শুক্রবার (২ আগস্ট) সকাল সাড়ে ১০ টার দিকে কোদালপুর ইউনিয়নের মাঝেরচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

সকালে গোসাইরহাট পুরাতন লঞ্চঘাট থেকে ১১ জন যাত্রী নিয়ে একটি ট্রলার মাঝেরচর এলাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। ট্রলারটি মাঝ নদীতে পৌঁছলে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে যাত্রীসহ তলিয়ে যায়। স্থানীয়রা আটজনকে উদ্ধার করলেও এখনও নিখোঁজ রয়েছেন ৩ জন। উদ্ধার হওয়া ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। 

গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুষ্পেন দেবনাথ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিস ও পুলিশের একটি টিম কাজ করছে। 


 

আরও পড়ুন

×