ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

আবু সাঈদ হত্যা

সর্বাত্মক অসহযোগে ফিরে গেল তদন্ত কমিশন

সর্বাত্মক অসহযোগে ফিরে গেল তদন্ত কমিশন

ফাইল ফটো

রংপুর অফিস ও নীলফামারী প্রতিনিধি

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৪ | ২২:২৭

কোটা সংস্কার আন্দোলনের সময় ১৬ থেকে ২১ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদসহ ছয়জন নিহত এবং সহিংসতা-নাশকতার ঘটনা তদন্তে বিচার বিভাগীয় তদন্ত কমিশন গতকাল রোববার রংপুরে আসতে পারেনি।

কমিশনের সদস্যরা ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দরে নামলেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সর্বাত্মক অসহযোগের কারণে ফিরতি ফ্লাইটে ঢাকায় ফিরে গেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান।

তিনি জানান, হত্যা ও সহিংসতার ঘটনা তদন্তে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সভাপতিত্বে তিন সদস্যের তদন্ত কমিশন গঠিত হয়। অপর দুই সদস্য হলেন বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরী। রংপুরে পৌঁছে ঘটনাস্থল পরিদর্শনসহ ৫ থেকে ৮ আগস্ট পর্যন্ত তদন্ত কার্যক্রম পরিচালনা করার কথা ছিল। কিন্তু তদন্ত কমিশনের সদস্যরা রোববার বেলা ১১টায় বেসরকারি উড়োজাহাজে সৈয়দপুর অবতরণ করার পর বিমানবন্দরে আটকা পড়েন। 

পরে খন্দকার দিলীরুজ্জামান বিকেলে প্রেস ব্রিফিংয়ে বলেন, তদন্ত কার্যক্রমে ঘটনা সম্পর্কে জানেন এমন ব্যক্তির কাছ থেকে তথ্য সংগ্রহ করা হবে। আমরা রংপুর থেকে এ কাজ শুরু করতে চেয়েছিলাম। কিন্তু কর্তৃপক্ষের নির্দেশে ফিরে যেতে হচ্ছে।
 

আরও পড়ুন

×