রাতে ঘরে ঢুকে এক পরিবারের তিনজনকে কুপিয়ে জখম

ফাইল ছবি
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৪ | ১৯:৫৬ | আপডেট: ০৯ আগস্ট ২০২৪ | ১৯:৫৯
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরে ঢুকে বাবা ও দুই ছেলেকে কুপিয়েছে দুবৃর্ত্তরা। উপজেলার সরফভাটা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে বৃহস্পতিবার (৮ আগস্ট) গভীর রাতে এই ঘটনা ঘটে। আহতরা হলেন– আবদুল কদর, তাঁর ছেলে মোহাম্মদ মোরশেদ ও মোহাম্মদ রাশেদ।
স্বজনের সঙ্গে কথা বলে জানা গেছে, রাত ১টার দিকে পাঁচ থেকে সাত সন্ত্রাসী ধারালো অস্ত্র নিয়ে ঘরে প্রবেশ করে। ঘরে ঢুকেই তারা আব্দুল কদর ও তাঁর দুই ছেলেকে ধারাল কিরিচ দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। চিৎকার শুনে স্থানীয়রা এসে তাদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার চিকিৎসক তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। নারিচ্ছা পাহাড়ে থাকা সন্ত্রাসীরা এ হামলার ঘটনা ঘটিয়েছে বলে জানিয়েছেন আহত আব্দুল কদরের স্ত্রী আছিয়া খাতুন।
সরফভাটা ইউনিয়নের বাসিন্দা মাহাবুব জানান, এরা সন্ত্রাসী বাহিনী। সুযোগ বুঝে পাহাড় থেকে নেমে এসে হামলা করে চলে যায়। তাদের কারণে আমাদের উৎকণ্ঠায় থাকতে হয়। থানায় পুলিশ না থাকায় তারা আরও বেপরোয়া হয়ে উঠেছে।
সরফভাটা ইউপি চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী বলেন, চলমান পরিস্থিতিতে পুলিশের কার্যক্রম বন্ধ রয়েছে। এ সুযোগে পাহাড়ে থাকা সন্ত্রাসীরা বেপরোয়া হয়ে উঠেছে। অবিলম্বে এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি না বাড়ালে এ ধরনের ঘটনা বাড়তে থাকবে বলে আশঙ্কা তাঁর।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মুহাম্মদ হাছান বলেন, আমি কর্মস্থলে এখন নেই। থানা তালাবদ্ধ। এ বিষয়ে কিছুই বলতে পারব না।
- বিষয় :
- কুপিয়ে জখম
- চট্টগ্রাম
- রাঙ্গুনিয়া