ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

পদত্যাগে ‘না’ চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উপাচার্যের

পদত্যাগে ‘না’ চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উপাচার্যের

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নাছিম আখতার

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ১০ আগস্ট ২০২৪ | ২২:৪৯

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলার সময় শিক্ষার্থীদের বাধা দেওয়ায় চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নাছিম আখতারের পদত্যাগ দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। তবে তিনি পদত্যাগ করবেন না বলে জানিয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যায় তিনি এ কথা জানান। 

উপাচার্য বলেন, ‘যারা আন্দোলন করছেন, তারা হয়তো যৌক্তিক মনে করছেন বলে পদত্যাগের দাবি তুলেছেন। তবে আমার মনে হয় না, পদত্যাগ করার মতো কিছু ঘটেছে। আমি নিজ থেকে পদত্যাগ করব না। রাষ্ট্রপতি এবং আগের সরকার আমাকে নিয়োগ দিয়েছে। এখন নতুন সরকার যদি মনে করে আমাকে রাখবেন না, তখনই আমি পদত্যাগ করব।’

ছাত্র-জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর থেকেই উপাচার্য নাছিম আখতারের পদত্যাগ দাবি করে আসছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ নিয়ে তাদের একটি বিবৃতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে। এতে বলা হয়, উপাচার্য নাছিম আখতার শিক্ষার্থীদের ন্যূনতম সুযোগ-সুবিধা ও নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন। 

শিক্ষার্থীদের অভিযোগ, উপাচার্য হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে বিশ্ববিদ্যালয়ের কোনো দৃশ্যমান উন্নতি হয়নি। মিথ্যা আশ্বাস দিয়ে বারবার বিশ্ববিদ্যালয়ের গঠনমূলক উন্নয়ন কার্যক্রম পিছিয়ে দিয়েছেন তিনি। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের কর্মসূচিতে ছাত্রলীগকে সঙ্গে নিয়ে বাধাও দেন উপাচার্য। 

বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষক জানান, ছাত্র আন্দোলনের কঠিন পরিস্থিতিতে উপাচার্য বিশ্ববিদ্যালয়ে ছিলেন না। তিনি নিরাপদ অবস্থানে চলে যান। রেজিস্ট্রারও চলে যান। ওই অবস্থায় অভিভাবকহীন ছিল বিশ্ববিদ্যালয়।  

আরও পড়ুন

×