ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

ফরিদপুর ভূমি অফিস

সার্ভেয়ারের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

সার্ভেয়ারের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

ফরিদপুর সদর ভূমি অফিস

ফরিদপুর অফিস

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৪ | ১৭:৪৩

ফরিদপুর সদর ভূমি অফিসের সার্ভেয়ার মো. রাইসুল ইসলামের বিরুদ্ধে চাঁদাদাবির অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার শহরের গোয়ালচামট মোল্লাবাড়ি সড়কের রাতুল শেখ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সম্রাট হোসেনের কাছে এ অভিযোগ দেন। অভিযোগের একটি কপি জেলা প্রশাসক বরাবর পাঠানো হয়েছে।

রাতুল শেখ জানান, জমির নামজারির জন্য প্রায় এক মাস ধরে অফিসের এক টেবিল থেকে অন্য টেবিলে ঘুরছেন। এ রকম আরও কয়েকজন একই কাজের জন্য অফিসের টেবিল থেকে টেবিলে ঘুরে বেড়াচ্ছে। কেউ কোনো কথা বলে না। অফিসের পিয়নরা বলে তাদের কাছে দিলে কাজ করে দেবে। তাদের কাছে গেলে বাড়তি টাকা চায়। নামজারির জন্য সরকারি ফি লাগে ১ হাজার ১০০ টাকা। তারা দাবি করে ১ হাজার ৬০০ টাকা। এই অফিসের বিভিন্ন কর্মচারীর বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই ঘুষ বাণিজ্যের অভিযোগ রয়েছে। অফিসের সার্ভেয়ার রাইসুল ইসলামের দালালরা চাঁদা দাবি করে। পরে ছাত্র-জনতার সহায়তায় জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

ফরিদপুর ছাত্র আন্দোলনের অন্যতম নেতা আবরার নাদিম ইতু জানান, ফরিদপুর সদর ভূমি অফিসের অধিকাংশ কর্মচারীই দুর্নীতিগ্রস্ত। তাদের বিরুদ্ধে এ অভিযোগ দীর্ঘদিনের। ফরিদপুর জেলার প্রতিটি ভূমি অফিসেই গ্রাহকরা হয়রানির শিকার হন। নতুন বাংলাদেশে তারা সবাই যেন সততার সঙ্গে কাজ করেন।

সহকারী কমিশনার (ভূমি) সম্রাট হোসেন জানান, একটা লিখিত অভিযোগ পেয়েছেন। সেটা জেলা প্রশাসক বরাবর পাঠানো হয়েছে। জেলা প্রশাসন থেকে বিষয়টি তদন্তে শুনানির জন্য নির্দেশ আসছে। এখন শুনানি চলছে। পরবর্তী ব্যবস্থা গ্রহণের কাজ চলছে।

আরও পড়ুন

×