ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

লক্ষ্মীপুরে পুলিশের ওপর হামলা মামলায় উপজেলা চেয়ারম্যান-পৌর মেয়রসহ আসামি ৭১৮

লক্ষ্মীপুরে পুলিশের ওপর হামলা মামলায় উপজেলা চেয়ারম্যান-পৌর মেয়রসহ আসামি ৭১৮

উপজেলা চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপু ও পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভুঁইয়া।

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৪ | ২১:৩৫

লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দায়িত্বরত পুলিশের কাজে বাধাসহ হামলা চালিয়ে আট পুলিশ সদস্যকে আহত করার ঘটনায় মামলা হয়েছে। ওই মামলায় সদর উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়রসহ ১৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৭০০ জনকে আসামি করা হয়েছে।

জানা গেছে, লক্ষ্মীপুরের বিতর্কিত আওয়ামী লীগ নেতা আবু তাহেরের ছেলে উপজেলা চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপুর চালানো গুলিতে চার আন্দোলনকারী নিহত হয়েছেন। এ সময় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও ২০ জন আন্দোলনকারী।

নিহত শিক্ষার্থীরা হলো- রায়পুর উপজেলার আবদুল গণির ছেলে ওসমান গণি, সদর উপজেলার উত্তর জয়পুর গ্রামের কাওসার ওয়াহেদ, ভবানীগঞ্জ ইউনিয়নের শরীফপুর গ্রামের আমির হোসেনের ছেলে ছাবির হোসেন। এছাড়া জেলা শহরের পৌর বাস টার্মিনাল এলাকার শিক্ষার্থী আফনান পাটওয়ারী আহত অবস্থায় ঢাকায় নেওয়ার পথে মারা যায়।

ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা হলেন- সদর উপজেলার বাগবাড়ী এলাকার আতীকুল হাসানের ছেলে আকিবুল হাসান সিফাত (২৮), সদর উপজেলার উত্তর হামছাদী এলাকার মৃত মজিবুল হায়দার ছেলে যুবলীগ কর্মী তানজীদ হায়দার রিয়াজ (৪০), একই উপজেলার শ্যামগঞ্জ এলাকার সফিউল্যাহ মিঝির ছেলে ইউছুফ মিঝি (৪২), লাহারকান্দি সৈয়দপুর এলাকার মালেক হাজী ছেলে আহাম্মেদ শরীফ (৪২), টুমচর গ্রামের আব্দুর রব মিয়ার ছেলে হারুনুর রশিদ, এছাড়া রায়পুর দক্ষিণ কেরোয়া গ্রামের হুমায়ন কবীর তাহের কবীরসহ অজ্ঞাত ২ জন।

৪ আগস্ট রাত ২টার দিকে আন্দোলনকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী সমঝোতা করে চেয়ারম্যান টিপুর বাসার আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই দুটি ভবনের তিন তলা পর্যন্ত সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এনআরবিসি ব্যাংকের উপশাখা পুড়ে ছাই হয়ে গেছে।

বুধবার সকালে সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়াছিন ফারুক মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কাজে বাধা ও হামলা চালিয়ে আট পুলিশ সদস্য আহতের ঘটনায় মঙ্গলবার ৭১৮ জনের বিরুদ্ধে সদর থানা পুলিশের উপ-পরিদর্শক অনবিক চাকমা বাদী হয়ে মামলা করেছেন। এতে টিপুকে প্রধান আসামি করা হয়েছে।

মামলায় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাবেক সভাপতি একে এম সালাহ উদ্দিন টিপু, পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভুঁইয়া, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির পাটওয়ারী, সাধারণ সম্পাদক সাইফুল হাসান পলাশসহ ১৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৬০০-৭০০ জনকে আসামি করা হয়েছে। আসামিদের ধরতে পুলিশের অভিযান চলছে।

ওসি ইয়াছিন ফারুক মজুমদার আরও জানান, ৪ আগস্ট মাদাম ব্রিজ ও ঝুমুর এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেয় ছাত্র-জনতা। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ লক্ষ্মীপুর আদালতের সামনে দায়িত্বরত ছিল। মামলার অভিযুক্তরা মিছিল নিয়ে পুলিশের কাজে বাধা সৃষ্টি করে। একপর্যায়ে হামলা চালিয়ে আট পুলিশ সদস্যকে আহত করেন। ঘটনার সময় তাদের হামলায় ছাত্র-জনতাও আহত হন। শহরের বিভিন্ন এলাকায় তারা দফায় দফায় হামলা চালান।

আরও পড়ুন

×