নাট্যাচার্য সেলিম আল দীন স্মরণসভা

ফাইল ছবি
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৪ | ১৮:৩৩
নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৫তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজবাড়ী গহন থিয়েটারের উদ্যোগে আলোচনা সভা হয়। শহীদ খুশী রেলওয়ে ময়দানে কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচি পালন কর হয়। পরে শহরের বিভিন্ন স্থানে দুইশ ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
সভায় সভাপতিত্ব করেন গহন থিয়েটারের সভাপতি অনুপ কুমার ঘোষ। বক্তব্য দেন ফরিদপুর বাংলা থিয়েটারের সভাপতি আনিসুর রহমান, সাংবাদিক সৌমিত্র শীল চন্দন, মুক্ত আনন্দ সংগঠনের সভাপতি নাট্য নির্দেশক অজয় দাস তালুকদার, অ্যক্রোবেটিক প্রশিক্ষক সঞ্জয় ভৌমিক প্রমুখ।
বক্তারা বলেন, সেলিম আল দীন ছিলেন নিজেই একটি প্রতিষ্ঠান। তিনি নাটককে শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন। তুলে ধরেছেন সমাজের অসংগতি। তাঁর শিল্পকর্মকে ছড়িয়ে দিতে সবাইকে কাজ করতে হবে। আলোচনা শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়।
সেলিম আল দীন ১৯৪৯ সালের ১৮ আগস্ট ফেনীর সোনাগাজী উপজেলার সেনেরখিল গ্রামে জন্মগ্রহণ করেন। বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ও একুশে পদকজয়ী বরেণ্য এ নাট্যকার ২০০৮ সালের ১৪ জানুয়ারি মারা যান।
- বিষয় :
- নাট্যাচার্য সেলিম আল দীন
- স্মরণসভা
- রাজবাড়ী