ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

কটিয়াদী উপজেলা পরিষদ

বিএনপির বাধায় ফিরে গেলেন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানরা

বিএনপির বাধায় ফিরে গেলেন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানরা

কটিয়াদী উপজেলা পরিষদের চেয়ারম্যান মঈনুজ্জামান অপু

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৪ | ১৭:০১ | আপডেট: ১৮ আগস্ট ২০২৪ | ১৭:১৩

কটিয়াদী উপজেলা পরিষদের চেয়ারম্যান মঈনুজ্জামান অপু, ভাইস চেয়ারম্যান বদরুল আলম নাঈম ও মহিলা ভাইস চেয়ারম্যান সাথী বেগম বিএনপির বাধায় অফিসে ঢুকতে পারেননি। তাঁরা রোববার সকালে কার্যালয়ে ঢুকতে গেলে বিএনপির প্রতিবাদের মুখে ফিরে যান।

কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খান দিলীপ জানান, পাতানো নির্বাচনের মাধ্যমে তারা নির্বাচিত হয়েছেন। তাদের জনগণ জনপ্রতিনিধি হিসেবে মানে না। বিগত ছাত্র আন্দোলনের সময় চেয়ারম্যান মঈনুজ্জামান অপু নিজে দা নিয়ে হামলা চালিয়েছেন। এসব কারণে জনগণ তাদের অপসারণ চায়। এই দাবিতেই তাঁর নেতৃত্বে বিএনপিসহ এলাকার জনগণ সকাল ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত উপজেলা পরিষদের সামনে বিক্ষোভ প্রদর্শন করে। 

তবে মঈনুজ্জামান অপু ছাত্র আন্দোলনের সময় হামলার অভিযোগ অস্বীকার করেছেন।

তিনি জানান, আজ উপজেলা পরিষদ কার্যালয়ে ঢুকতে গেলে বিএনপি বাধা দেয়। এ সময় সেনা সদস্যরা অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। 

উপজেলা চেয়ারম্যান মঈনুজ্জামান অপু সাবেক জনপ্রশাসনমন্ত্রী প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের মামাত ভাই। 

আরও পড়ুন

×