ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগ, ৬ মাস পর লাশ উত্তোলন

ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগ, ৬ মাস পর লাশ উত্তোলন

ফাইল ছবি

দিনাজপুর প্রতিনিধি 

প্রকাশ: ২১ আগস্ট ২০২৪ | ২০:৪৭

ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগে ৬ মাস পর আদালতের নির্দেশে কবর থেকে মরদেহ উত্তোলন করা হয়েছে। বুধবার দুপুরে কাহারোল উপজেলার কান্তনগর গ্রামে এ ঘটনা ঘটে। 

গৃহবধূ আফরিন আক্তার ওই এলাকার আবু তাহেরের স্ত্রী। ময়নাতদন্তের জন্য মরদেহ দিনাজপুর মেডিকেলে নেওয়া হয়েছে। মরদেহ উত্তোলনের সময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহানা ফেরদৌস শিউলী, পিবিআইর পরিদর্শক প্রদীপ কুমারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। 

মামলা সূত্রে জানা যায়, ২৪ মার্চ সন্তান প্রসবের জন্য আফরিন আক্তারকে দশমাইল বাজারের এসএম ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করে স্বজনরা। ওই রাতেই সিজারের মাধ্যমে সন্তান প্রসব করানো হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরদিন রাতে আইসিইউতে আফরিনের মৃত্য হয়। পরে ক্লিনিক থেকে নানান ভয়ভীতি দেখানোয় মামলা ও ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফন করা হয়।

আফরিনের ভাই ইয়াসিন আলী জানান, দিনাজপুর মেডিকেলে নেওয়ার পর চিকিৎসকরা জানান, আফরিনের চিকিৎসায় ত্রুটি ছিল। তাঁর জরায়ুর রগ কেটে গেছে। গর্ভফুল টেনেহিঁচড়ে অর্ধেক বের করে বাকি অংশ পেটের ভিতরে রেখেই সেলাই করা হয়। 

আফরিনের মৃত্যুর এক মাস পর গত ২২ এপ্রিল তাঁর বড় ভাই ইয়াসিন আলী এসএম ক্লিনিকের স্বত্বাধিকারী সাইদুল হক, তাঁর স্ত্রী, ছেলেমেয়েসহ ৫ জনের নামে এবং অজ্ঞাত আরও ৫-৭ জনকে আসামি করে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে মামলা করেন। তিনি মরদেহ তদন্তের জন্য মরদেহ উত্তোলনের আবেদন করেন।  

আরও পড়ুন

×