গণহত্যার বিচারের দাবিতে বিএনপির বিক্ষোভ

ফাইল ছবি
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৪ | ২০:৫৪ | আপডেট: ২৩ আগস্ট ২০২৪ | ২০:৫৫
ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে হত্যার অভিযোগে শেখ হাসিনা ও তাঁর দোসরদের বিচারের দাবিতে বাউফলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়। উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার এ কে এম ফারুক আহম্মেদ তালুকদারের সমর্থকরা এ কর্মসূচি পালন করেন।
শুক্রবার বেলা ১১টায় বগা বন্দর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পাবলিক মাঠে আ স ম ফিরোজ মুক্তমঞ্চে শেষ হয়। সেখানে সমাবেশে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সহসভাপতি নিতাই চন্দ্র দেবনাথ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাউন্সিলর হুমায়ন কবির বলেন, ছাত্র-শিক্ষক-সাংবাদিকসহ নিরীহ মানুষ হত্যাকারী শেখ হাসিনা ও তাঁর সরকারের মন্ত্রীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। সরকারের পতনের পর বাউফলে যারা বিশৃঙ্খলা করেছে, তাদেরও আইনের আওতায় আনতে হবে।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মো. পলাশ, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক হাসান মাহমুদ মঞ্জু, সাবেক যুগ্ম আহ্বায়ক হিরোন জোমাদ্দার, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতি মামুন মৃধা প্রমুখ।
- বিষয় :
- গণহত্যা
- বিচার দাবি
- বিক্ষোভ সমাবেশ
- বিএনপি
- পটুয়াখালী
- বাউফল