ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

বন্যার পানি ঘরে, বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের

বন্যার পানি ঘরে, বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের

প্রতীকী ছবি

হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৪ | ০২:০৮

মধ্য রাতে হালদা নদীর বাঁধ ভেঙে হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের ইউসুফ চৌধুরী বাড়ি প্লাবিত হলে ঘরের মালামাল বের করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. জিয়াউর রহমান সাকিব (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার মধ্যে রাতে উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের ইউসুফ চৌধুরীর বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় যুবক ফাহিম আবদুল্লাহ জানান, ইউছুফ চৌধুরী বাড়ির মো. জসিম উদ্দিনের ছেলে সাকিব তাদের ঘরে বন্যার পানি ঢুকতে শুরু করলে তড়িঘড়ি করে আইপিএসের সংযোগ খোলার সময় বিদ্যুৎ স্পৃষ্ট মারা যায়।

হাটহাজারী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (অ.দা.) নিয়াজ মোর্শেদ বন্যা দুর্গত এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই যুবকের মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

×