নৌবাহিনীর উদ্যোগে ত্রাণ বিতরণ

ভোলার রাজাপুর হাই স্কুল মাঠে নৌবাহিনীর ত্রাণ বিতরণ
ভোলা প্রতিনিধি
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৪ | ২০:২৩
ভোলায় দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ নৌবাহিনী। রোববার বিকেলে ভোলার রাজাপুর হাই স্কুল মাঠে এ বাহিনীর উদ্যোগে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। ত্রাণসামগ্রীর মধ্যে চাল, চিড়া, চিনি, ওষুধ, স্যালাইন ও বিশুদ্ধ পানির প্যাকেট তুলে দেওয়া হয়েছে।
উজান থেকে নেমে আসা ঢল ও মেঘনা তেঁতুলিয়ার অতি জোয়ারের পানিতে ভোলা সদর উপজেলা রাজাপুর ইউনিয়নের একাংশ, মেঘনার মধ্যবর্তী অর্ধশতাধিক চর ও বেড়িবাঁধের বাইরের ঘরবাড়ি তলিয়ে যায়। পরিবার নিয়ে চরম দুর্ভোগে পড়ে এখানকার বাসিন্দারা। তাদের দুর্ভোগ লাগবে সাহায্য নিয়ে এগিয়ে আসে নৌবাহিনী।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌবাহিনীর ভোলা জেলার কন্টিনজেন্ট কমান্ডার আবদুল আল মামুন, সহ-কন্টিনজেন্ট কমান্ডার লে. কমান্ডার সাদ সাজলিন শুভ, ভোলা সদর মডেল থানার ওসি তদন্ত আবদুল্লাহ আল মামুন প্রমুখ।
- বিষয় :
- নৌবাহিনী
- ত্রান সামগ্রী বিতরণ
- ভোলা