ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

জন্মাষ্টমী

বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ

বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ

ফাইল ছবি

বেনাপোল প্রতিনিধি

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৪ | ১২:৩৩ | আপডেট: ২৬ আগস্ট ২০২৪ | ১৪:০১

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব জন্মাষ্টমী উপলক্ষে আজ ২৬ আগষ্ট সোমবার ভারত ও বাংলাদেশে সরকারি ছুটি পালন করা হচ্ছে। এ কারণে বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। তবে বেনাপোল ইমিগ্রেশন দিয়ে পাসপোর্ট যাত্রী যাতায়াত স্বাভাবিক রয়েছে।

বেনাপোল ইমিগ্রেশনের পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আজহারুল ইসলাম জানান, জন্মাষ্টমী উপলক্ষে সরকারি ছুটি থাকায় আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে পাসপোর্ট যাত্রী যাতায়াত অন্যান্য দিনের মতো স্বাভাবিক রয়েছে।

বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের পরিচালক ট্রাফিক রেজাউল করিম জানান, আগামীকাল মঙ্গলবার থেকে আমদানি-রপ্তানি বাণিজ্য স্বাভাবিক হতে পারে।

আরও পড়ুন

×