স্বেচ্ছাশ্রমে সেতু সংস্কার

ঘোষেরহাট বাজার-সংলগ্ন ভবানীপুর-ইন্দুরকানী খালের ওপর সেতু সংস্কারে এলাকাবাসী
ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৪ | ১৬:৪৫
ইন্দুরকানীতে সেতু ভেঙে যাওয়ায় নয় মাস ধরে যান চলাচল বন্ধ। এতে ভোগান্তি পোহাচ্ছিলেন সাধারণ মানুষ। স্থানীয় বাসিন্দারা এক দফা সংস্কার করলেও ফের ভেঙে যায়। এ অবস্থায় এগিয়ে এলেন স্থানীয় বিএনপি-জামায়াতের নেতাকর্মী ও ব্যবসায়ীরা। বৃহস্পতিবার তারা স্বেচ্ছাশ্রমে সেতুটি সংস্কার করেছেন।
জানা গেছে, ইন্দুরকানী ও বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বাসিন্দাদের চলাচলের একমাত্র মাধ্যম আয়রন সেতুটি। গত বছরের ১৬ নভেম্বর ভেঙে এটি খালে পড়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা সংস্কার করে পথচারীদের চলাচলের ব্যবস্থা করেন। এরপর ৯ মাস পার হলেও নির্মাণের উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। এরই মধ্যে ফের ভেঙে যাওয়ায় স্বেচ্ছাশ্রমে সেতুটি সংস্কারের ব্যবস্থা করলেন দুই দলের নেতাকর্মী ও ব্যবসায়ীরা।
সেতুটি উপজেলার ঘোষেরহাট বাজার-সংলগ্ন ভবানীপুর-ইন্দুরকানী খালের ওপর নির্মিত হয়েছে। এটি দিয়ে প্রতিদিন দুই উপজেলার স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্রছাত্রীসহ হাজার হাজার মানুষ চলাচল করেন। বিভিন্ন ধরনের পণ্যও পরিবহন করা হতো। তবে সেতুটি ভেঙে যাওয়ায় যাত্রীবাহী ও মালবাহী ভ্যান, ইজিবাইক, মোটরসাইকেল চলাচল বন্ধ হয়ে যায়।
ভাড়ায় চালিত মোটরসাইকেলচালক আ. রহিমের ভাষ্য, ঘোষেরহাট সেতু ভেঙে যাওয়ায় ইন্দুরকানী উপজেলা সদরে সরাসরি যাওয়া যায় না। এতে যাত্রী কম পাওয়ায় ভাড়া কমেছে। বাজারের ব্যবসায়ী ও স্থানীয় যুবদল নেতা মিরাজ শিকদার বলেন, সেতুটি নির্মাণে সরকারি কোনো উদ্যোগ নাই। দ্বিতীয়বারের মতো স্বেচ্ছাশ্রমে এটি সংস্কার করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী লায়লা মিথুন বলেন, সেতুটি ভেঙে জনদুর্ভোগ বাড়লেও বড় সড়কের আইডিভুক্ত না থাকায় প্রকল্প বরাদ্দে সমস্যা হয়েছে। তারপরও নির্মাণের জন্য প্রকল্প প্রস্তাব দেওয়া হয়েছে। বরাদ্দ পেলে নির্মাণ করা হবে।
- বিষয় :
- স্বেচ্ছাশ্রম
- সেতু
- সংস্কার
- পিরোজপুর
- ইন্দুরকানী