সাংবাদিক হত্যা
জড়িতদের শাস্তি চেয়েছেন গণমাধ্যমকর্মীরা

ফাইল ছবি
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৪ | ১৯:৪২
সমকাল সাংবাদিক আব্দুল হাকিম শিমুল, মানিক সাহা, সাগর-রুনিসহ সব সাংবাদিক হত্যাকাণ্ডের দ্রুত বিচার, ইস্ট-ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন সিরাজগঞ্জে কর্মরত গণমাধ্যমকর্মীরা।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় সিরাজগঞ্জ প্রেস ক্লাব সভাকক্ষে আয়োজিত প্রতিবাদ সভায় এ দাবি জানানো হয়। এ সময় প্রেস ক্লাবের আহ্বায়ক শরিফুল ইসলাম ইন্নার সভাপতিত্বে ও আব্দুস সামাদ সায়েমের সঞ্চালনায় সভায় সাংবাদিক আব্দুল কুদ্দুস, হারুন-অর-রশিদ খান হাসান, বাবু ইসলাম, ফেরদৌস হাসান, শহিদুল ইসলাম ফিলিপস, হীরক গুণ, আমিনুল ইসলাম খান রানা, ইসরাইল হোসেন বাবু, আব্দুল মজিদ সরকার, গাজী ফিরোজী, স্বপন চন্দ্র দাস, শেখ এনামুল হক, এম দুলাল উদ্দিন, আব্দুর রাজ্জাক রাজ প্রমুখ বক্তব্য দেন।
বক্তারা বলেন, বিগত সরকারের আমলে হত্যা, জুলুম-নির্যাতন, হামলা-মামলায় বিপর্যস্ত ছিলেন গণমাধ্যমকর্মীরা। সাগর-রুনি থেকে শুরু করে সিরাজগঞ্জের শাহজাদপুরে সমকাল সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যার বিচার আজও হয়নি। সরকার পরিবর্তন হলেও সাংবাদিক নির্যাতনের ঘটনা আগের মতোই। সম্প্রতি রায়গঞ্জের সাংবাদিক প্রদীপ কুমার ভৌমিকসহ দেশব্যাপী চার সাংবাদিককে হত্যা করা হয়। হামলা করা হয় ইস্ট-ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে ভবনে। দেশব্যাপী অর্ধশত সাংবাদিককে মারধর করা হয়। এসব ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।
- বিষয় :
- সাংবাদিক হত্যা
- বিচার দাবি
- সিরাজগঞ্জ