ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

বানিয়াচংয়ে রামনাথ বিশ্বাসের বাড়ি ভাঙার অভিযোগ

বানিয়াচংয়ে রামনাথ বিশ্বাসের বাড়ি ভাঙার অভিযোগ

হবিগঞ্জের বানিয়াচংয়ে ভেঙে ফেলা ভূ-পর্যটক রামনাথ বিশ্বাসের বাড়ি সমকাল

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৪ | ২৩:৫১

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বিশিষ্ট ভূ-পর্যটক রামনাথ বিশ্বাসের বাড়িটি দখলে নিতে স্থানীয় একটি চক্র বাড়ির একাংশ ভেঙে ফেলেছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় আব্দুল ওয়াহেদ নামের এক ব্যক্তি দীর্ঘদিন ধরে বাড়িটি দখলের পাঁয়তারা করছেন বলে অভিযোগ। বিষয়টি নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।
জানা গেছে, ভূ-পর্যটক রামনাথ বিশ্বাসের বাড়ি বানিয়াচং উপজেলার ২ নং উত্তর-পশ্চিম ইউনিয়নের বিদ্যাভূষণ পাড়া গ্রামে। উপমহাদেশে ব্রিটিশ শাসনের অবসানের পর তিনি ভারতে চলে যান। এরপর তাঁর জন্মভিটা অর্পিত সম্পত্তি হিসেবে সরকারি খতিয়ানে চলে যায়। পরবর্তী সময়ে এ সম্পত্তির মালিক হয় বাংলাদেশ সরকার। কিন্তু রামনাথ বিশ্বাসের বাড়িটি দীর্ঘদিন ধরে দখল করে রেখেছেন আব্দুল ওয়াহেদ ও তাঁর লোকজন।  বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ওয়াহেদ বাড়ির একাংশ ভেঙে ফেলেন বলে স্থানীয়দের অভিযোগ।
গ্রামের বাসিন্দা আবু ছালেক বলেন, গ্রামবাসীর ধারণা, আব্দুল ওয়াহেদ গোপনে বাড়ির একাংশ ভেঙে ফেলেছেন। তিনি আওয়ামী লীগের প্রভাবশালী নেতা হওয়ায় কেউ মুখ খুলছেন না।
একই গ্রামের নুরুল আমিন ও আমির মিয়া বলেন, সম্প্রতি রাতে ওয়াহেদ বাড়িটি ভেঙেছেন। তিনি বাড়িটি দখলের পাঁয়তারা করছেন।
তবে বিষয়টি অস্বীকার করে আব্দুল ওয়াহেদ দাবি করেন, পুরাতন ও জরাজীর্ণ হওয়ায় গত কয়েক দিনের প্রবল বৃষ্টিপাতে বাড়িটির একাংশ ভেঙে পড়ে। তাৎক্ষণিক তিনি ইউপি সদস্য মো. জিতু মিয়াকে বিষয়টি জানিয়েছেন।
স্থানীয় ইউপি সদস্য জিতু মিয়া বলেন, বাড়ির একাংশে আগে থেকেই ফাটল ছিল। তবে ভেঙে পড়ার মতো অবস্থায় ছিল না। এখন কীভাবে ভেঙে পড়েছে, তিনি জানেন না। আব্দুল ওয়াহেদ বিষয়টি তাঁকে জানিয়েছেন।
এর আগে গত বছরের ১১ সেপ্টেম্বর রামনাথ বিশ্বাসের বাড়িতে গিয়ে অবৈধ দখলদার আব্দুল ওয়াহেদ ও তাঁর লোকজনের হামলার শিকার হন চার সাংবাদিক। এ ঘটনায় সাংবাদিক তৌহিদ মিয়া বাদী হয়ে আব্দুল ওয়াহেদ, তাঁর ছেলে ওয়ায়েছ, ওয়ালিদ ও ওয়াসিফের বিরুদ্ধে থানায় মামলা করেন।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জ শাখার সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল বলেন, একটি চক্র দীর্ঘদিন ধরে রামনাথ বিশ্বাসের বাড়িটি দখলের পাঁয়তারা করছে। পরিকল্পনার অংশ হিসেবে একাংশ ভেঙে ফেলা হয়েছে।
জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) প্রভাংশু সোম মহান বলেন, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভূ-পর্যটক রামনাথ দাস ১৯৩১ থেকে ১৯৪০ সাল পর্যন্ত চারটি মহাদেশ ভ্রমণের কারণে উপমহাদেশে খ্যাতি লাভ করেন।

আরও পড়ুন

×