ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

বন্যার্ত মানুষের পাশে

সমকালের সহায়তা পেল ৪০০ পরিবার

সমকালের  সহায়তা পেল  ৪০০ পরিবার

বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে সমকালের পক্ষ থেকে তুলে দেওয়া হয় খাদ্যসামগ্রীর প্যাকেট। বুধবার রাতে ফেনীর ফুলগাজী বাজারে সমকাল

আসাদুজ্জামান, ফেনী থেকে ফিরে

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৪ | ২৩:৫৯

ঘরে ছিল গলাসমান পানি। ঘর ছেড়ে রাস্তায় আশ্রয় নিতে হয়েছিল সেদিন। পানি নামতে শুরু করায় আবার ঘরে ফিরেছেন তারা। রান্না করার মতো অবস্থা এখনও তৈরি হয়নি। প্রতিবেশীদের দেওয়া সামান্য খাবার খেয়ে কোনোমতে দিন পার করছিলেন। এর মধ্যে গতকাল বৃহস্পতিবার দুপুরে সমকালের পক্ষ থেকে খাদ্যসামগ্রী নিয়ে হাজির হন সুহৃদরা। ত্রাণসামগ্রী পেয়ে আনন্দে চোখের জল গড়িয়ে পড়ে, কেঁদে ওঠেন ৬৫ বছরের আনোয়ারা বেগম। বলেন, ‘তোমাদের জন্য অনেক দোয়া করি, ক্ষুধার্ত মানুষের পাশে থাকছ আল্লাহও, তোমাদের পাশে থাকবে। এত দূর এসে কেউ সাহায্য করতে চায় না। আবার আমিও সবলদের মতো ত্রাণ আনতে পারি না।’

হঠাৎ বন্যার পানিতে পরশুরামের মালিপাথরের আবদুল করিমের সব ভেসে গেলেও আশ্রয়কেন্দ্রে না গিয়ে পাশের এক দোতলা বাড়ির ছাদে তিন মেয়ে ও স্ত্রীসহ ঠাঁই নেন। এখন বন্যার পানি নেমে যাওয়ায় স্বস্তি ফিরলেও খাবার, বিশুদ্ধ পানি ও নিত্যপ্রয়োজনীয় জিনিসের সংকট শুরু হয়েছে। এমন সময় শহর থেকে এত দূরে সমকালের সহায়তা পেয়ে আনন্দ প্রকাশ করে বলেন, ‘আমাদের কাছে থাকা খাবার প্রায় শেষ হয়ে গেছে। এগুলো দিয়ে আরও কয়েকদিন চালাব।’
গতকাল বৃহস্পতিবার সমকালের পক্ষ থেকে ফুলগাজীর দরবারপুর, ধলিয়া, চকবস্তা, বসিকপুর, কালিকাপুর, দক্ষিণ ধর্মপুর, শ্রীপুর, গাবতলা, জিএমহাট শরীফপুর, আনন্দপুর, হাড়িপুষ্করণী এবং পরশুরামের মালিপাথর, শালধরসহ কয়েকটি গ্রামে চার শতাধিক পরিবারের সদস্যদের হাতে সুহৃদরা তুলে দেন খাদ্যসামগ্রী, ওষুধ ও নানা উপকরণসহ প্যাকেট।  

সমকাল সুহৃদ সমাবেশের বিভাগীয় সম্পাদক আসাদুজ্জামানের নেতৃত্বে ঢাকা সুহৃদদের একটি দল খাদ্যসামগ্রী ও নানা উপকরণের প্যাকেট ক্ষতিগ্রস্তদের কাছে পৌঁছে দেন। এ সময় আবুল খায়ের মাস্টার, সমকালের ফেনী প্রতিনিধি দিলদার হোসেন স্বপন, ফুলগাজী প্রতিনিধি জহিরুল ইসলাম জাহাঙ্গীর, মার্কেটিং এক্সিকিউটিভ আরিফ পাঠান প্রমুখ উপস্থিত ছিলেন। সুহৃদদের মধ্যে কার্যক্রমে যুক্ত হন শাহিন আলম শাওন, ফাহাদ আনোয়ার, আবুল হোসেন, রায়হান, মোহাম্মদ নাহিদ, জায়েদ গাজী ও সায়মন হক।
এর আগে ভয়াবহ এ সংকট মোকাবিলায় বানভাসি মানুষের পাশে দাঁড়াতে এক দিনের সমপরিমাণ বেতন দেন সমকালের সংবাদকর্মীরা। বন্যার্তদের সহায়তা কার্যক্রম তদারকি ও বাস্তবায়নের জন্য ‘সুহৃদ ত্রাণ তহবিল’ গঠন হয়। এরই ধারাবাহিকতায় প্রথম দফায় সমকালের পাঠক সংগঠন সুহৃদ সমাবেশের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের কাছে পৌঁছে দেওয়া হয় এই সহায়তা।

আরও পড়ুন

×