কুমারখালী বিএনপি
সংঘর্ষ ও অনুপ্রবেশ নিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ

ফাইল ছবি
কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৪ | ১৯:২২
কুষ্টিয়ার কুমারখালীতে সংঘর্ষ ও অনুপ্রবেশকারী নিয়ে বিএনপির দু’পক্ষ একে অন্যের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করেছে। উভয় পক্ষই একে অন্যের বিরুদ্ধে আওয়ামী লীগের কাছ থেকে সুবিধা নেওয়ার কথা বলছে। অভিযোগ অস্বীকারও করছেন নেতাকর্মীরা।
শুক্রবার সংবাদ সম্মেলন করে উপজেলার শিলাইদহ ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মো. বায়োজিদ মণ্ডল বলেন, তারা ১৫ বছর ধরে হামলা-মামলার শিকার হয়েছেন। এখনও অন্যায়-অত্যাচারের শিকার হচ্ছেন। প্রতিপক্ষ আওয়ামী লীগের সঙ্গে মিশে সুযোগ-সুবিধা, পদ-পদবি নিয়েছে। এখন অনুপ্রবেশকারীদের নিয়ে হামলা-ভাঙচুর করছে।
শিলাইদহ বাজার এলাকার ইউনিয়ন বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে ইউনিয়ন প্রজন্ম দলের সভাপতি কোরবান আলী বলেন, ‘প্রতিপক্ষ বলছে, আমি আওয়ামী লীগ করি। আমি ১৬ বছর ধরে বিএনপি করে হামলা-মামলার শিকার হয়েছি; আওয়ামী লীগ নয়, বিএনপিকে ভালোবাসি। বিএনপি-জামায়াত করার কারণে আমার বাবা ২০০৬ সালে হত্যার শিকার হয়েছেন।’
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ শনিবার মাজগ্রামের চেয়ারম্যান মোড়ে সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমির প্রস্তুতি সভা হওয়ার কথা রয়েছে। এ উপলক্ষে গত বুধবার শোডাউন করেন উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আজাদ আলী, বায়োজিদ মণ্ডল ও কোরবান আলী।
সন্ধ্যায় তারা মাজগ্রাম চেয়ারম্যান মোড়ে পৌঁছলে ইউনিয়ন বিএনপির সহসভাপতি মোতালেব হোসেনের সমর্থকদের সঙ্গে বাগ্বিতণ্ডা হয়। এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। ঘটনার তিন দিন পার হলেও থানায় অভিযোগ বা মামলা করেনি কোনো পক্ষ। তবে একে অপরের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন নেতাকর্মীরা।
শিলাইদহ ইউনিয়ন বিএনপির সহসভাপতি মোতালেব হোসেন বলেন, আজাদ আলী, বায়োজিদ ও কোরবান আওয়ামী লীগের সঙ্গে মিলেমিশে ছিলেন। সরকার বদল হওয়ায় তারা আওয়ামী লীগের লোকজনসহ অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে। তিনি মামলা করবেন।
অভিযোগ অস্বীকার করে উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আজাদ আলী বলেন, তারা (মোতালেব পক্ষ) এতদিন ধরে আওয়ামী লীগের সুযোগ-সুবিধা নিয়েছে। এখন আওয়ামী লীগ দিয়ে বিএনপির ওপর হামলা চালিয়েছে। তবে তিনি সেদিন ছিলেন না বলে দাবি করেন।
এ বিষয়ে কুমারখালী থানার ওসি মো. আকিবুল ইসলাম বলেন, এখনও কোনো পক্ষই লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
- বিষয় :
- হামলা
- পাল্টাপাল্টি অভিযোগ
- বিএনপি
- কুষ্টিয়া
- কুমারখালী