ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

পাটগ্রামের বাউরা স্টেশনে যাত্রাবিরতি দাবিতে রেললাইন অবরোধ

পাটগ্রামের বাউরা স্টেশনে যাত্রাবিরতি দাবিতে রেললাইন অবরোধ

বাউরা রেলওয়ে স্টেশনে রেলের যাত্রাবিরতির দাবিতে কর্মসূচি পালন করেছে স্থানীয়রা। ছবি: সমকাল

পাটগ্রাম (লালমনিরহাট) সংবাদদাতা

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৪ | ২১:১৪ | আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৪ | ২১:১৪

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউরা রেলওয়ে স্টেশনে আন্তঃনগর ট্রেন করতোয়া এক্সপ্রেসের যাত্রাবিরতির দাবিতে অবস্থান কর্মসূচি করেছে বৈষম্যবিরোধী ছাত্রসমাজ ও স্থানীয় সাধারণ জনতা। এ সময় বগুড়া শান্তাহার থেকে ছেড়ে আসা আন্তঃনগর করতোয়া এক্সপ্রেস ট্রেন ও দিনাজপুরের বিরল থেকে আসা বুড়িমারী কমিউটার ট্রেন প্রায় ৪ ঘণ্টা আটকে রাখে ছাত্র ও স্থানীয়রা।

জানা গেছে, আন্তঃনগর ট্রেন করতোয়া এক্সপ্রেস ট্রেনটি প্রতিদিন বগুড়া শান্তাহার থেকে বুড়িমারী পর্যন্ত চলাচল করে। ট্রেনটি বাউরা রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি করে না। ওই স্টেশনে যাত্রাবিরতির দাবিতে মঙ্গলবার দুপুর থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে স্থানীয় জনগণ বাউরা রেলওয়ে স্টেশন অবরোধ করে। এ সময় বিকেল সাড়ে ৩টার দিকে বগুড়া শান্তাহার থেকে ছেড়ে আসা আন্তঃনগর করতোয়া এক্সপ্রেস ট্রেন ও বিকেল সাড়ে ৫ টার দিকে দিনাজপুরের বিরল থেকে আসা বুড়িমারী কমিউটার ট্রেনটিও আটকে দেয় ছাত্র এবং স্থানীয়রা।

এ রিপোর্ট লেখা পর্যন্ত (সন্ধ্যা ৭ টা ৫০ মিনিট) ট্রেন দুটি আটকে রাখা হয়। এতে বগুড়া, রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, হাতীবান্ধা, পাটগ্রাম ও বুড়িমারী এলাকার শত শত যাত্রী ভোগান্তিতে পড়ে। শিশু, বৃদ্ধ ও রোগীদের নিয়ে স্বজনেরা বিপাকে পড়েছেন। এ সময় স্টেশন মাস্টার, টিটি ও পরিচালকদেরও অবরুদ্ধ করে রাখে ছাত্র ও স্থানীয়রা।

ছাত্র সমাজের প্রতিনিধি তানভীর আনাম তামিম বলেন, আমরা দীর্ঘদিন থেকে বৈষম্যের শিকার। পার্শ্ববর্তী হাতীবান্ধা উপজেলার বড়খাতা রেলওয়ে স্টেশন সি গ্রেড হলেও সেখানে আন্তঃনগর করতোয়া এক্সপ্রেস ট্রেন থামে। বাউরা রেলওয়ে স্টেশনটি বি গ্রেড হওয়া স্বত্বেও এখানে থামে না। এতে সাধারণ যাত্রীদের সমস্যা ও ভোগান্তি হয়। পাশাপাশি আমরা বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটিও সরাসরি বুড়িমারী থেকে চলাচলের দাবি করছি।

বাউরা রেলওয়ে স্টেশনের মাস্টার মোজাহারুল ইসলাম বলেন, ছাত্ররা ও স্থানীয় লোকজন দুইটি ট্রেন আটকে দিয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

আরও পড়ুন

×